বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পূর্ব বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রতিপক্ষের ধাওয়ায় উছমান মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারে লোকজন জানায়, উছমানের সাথে সাতবর্গ গ্রামের ফরহাদ মিয়া, নান্নু মিয়া, জমসেদ মিয়া ও জাবেদ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে পুকুর ও জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় ভাবে শালিস বৈঠক হলেও বিষয়টির মিমাংসা হয়নি। এ বিরোধের জের ধরে শুক্রবার রাতে বাড়ির পাশের্^র সড়কে উছমান মিয়াকে একা পেয়ে ফরহাদ মিয়া, নান্নু মিয়া, জমসেদ মিয়া, জাবেদ মিয়া মারধর করে। এ সময় বাঁচার জন্য পালাতে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজীম জানান, উছমান মিয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোন অভিযোগ দেয়া হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।