Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এরশাদের ইন্তেকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ১২:৫০ পিএম

সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ইন্তেকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা। এরশাদের নানা অবদানকে স্মরণ করে দিচ্ছেন স্ট্যাটাস।

দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৪ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এরশাদ। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯০ বছর।

ফেসবুকে শোক জানিয়ে মোস্তফা কামাল রুমন লিখেছেন, ‘‘আল্লাহ যেন বেহেস্ত নসিব করেন, আমিন!সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে পরকালে। আমরা যেন ভুলে না যাই।’’

মিসবাহ উদ্দীন লিখেছেন, ‘‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তার সকল ভুল ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী হিসেবে কবুল করুন।’’

জিনাত আক্তার লিখেছেন, ‘‘ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।মহান আল্লাহ্ পাক ওনাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এই প্রার্থনা করি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’’

মরহুমের মাগফিরাত কামনা করে আবরার লিখেছেন, ‘‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুক আমিন.. এরশাদ শুধু একটি নাম না, একটি চেতনা, আবেগ এবং ভালবাসার নাম, এরাশাদের মৃত্যু হয় না, বেঁচে থাকেবে হাজার বছর টেকনাফ থেকে তেঁতুলিয়া কোটি মানুষের হৃদয়ে।’’

‘‘আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক। উনি ইসলামের জন্য অনেক কিছু করেছে’’ লিখেছেন আহাদুজ্জামান জুয়েল।

জিনিয়া ঝিমি লিখেছেন, ‘‘যে যায় বলি ভালো মানুষ ছিলেন। আল্লাহ উনাকে বেহেশত নছিব করুন আমিন’’।

‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোনো আদম সন্তানই দোষত্রুটির ঊর্ধ্বে নয়! মহান আল্লাহ, তাঁর দোষত্রুটি গুলো ক্ষমা করে দিয়ে তাঁকে কবরের আজাব থেকে রক্ষা করুক ও শেষ বিচারের দিনে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন’’ লিখেছেন আসাদুজ্জামান তুহিন।

সাবেক এই প্রেসিডেন্টের অবদানকে স্মরণ করে হোসাইন আহমেদ দুর্জয় লিখেছেন, ‘‘এই বাংলাদেশ পুর্নগঠনে এইস এম এরশাদ সাহেবের অনেক অবদান আছে।মহান আল্লাহ যেন উনার সকল দোষত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন আমিন।’’

ফেসবুক ব্যবহারকারী শামাউন ইকবাল লিখেছেন, ‘‘ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রজিউন! ইসলাম হয়তো পালন করতে পারতেন না নিয়মিত, কিন্তু ইসলামকে বড় ভালোবাসতেন! হে আল্লাহ্! এই ভালোবাসার বদৌলতে তুমি তাকে মাফ করে দিও!’’

সায়েম আহমাদ লিখেছেন, ‘‘সবাইকেই যেতে হবে।এরশাদ চলে গেছে, শেখ মুজিব, জিয়াউর রহমান থাকতে পারেনি। খালেদা জিয়া, শেখ হাসিনারাও চলে যাবে।আশা করি সকলের মনে পরকালের ভয় সৃষ্টি হবে।’’

‘‘উনি রাষ্ট্রপতি থাকা কালিন মসজিদের বিদ্যুৎ বিল নিতেন না, এই অসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত বাসি করুন আমিন’’ লিখেছেন বাবলু বিল্লা।

এরশাদের অবদানকে স্মরণ করে মিজান হোসাইন লিখেছেন, ‘‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমাদের সামরিক পরিবারের অকৃত্রিম বন্ধু, কৃষক শ্রমিকের প্রাণের বন্ধু, পল্লীবন্ধু, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল নয় বছরের রাষ্ট্রনায়ক, স্বাধীন বাংলাদেশে বিভিন্ন ইসলামী আইনের প্রয়োগকর্তা হুসেইন মুহাম্মাদ্ এরশাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত! সৃষ্টিকর্তার কাছে কামনা করছি আল্লাহ্ যেন জান্নাত নসীব করেন!’’



 

Show all comments
  • khandakar Abdul Awal ১৪ জুলাই, ২০১৯, ৫:৫০ পিএম says : 0
    Late H M Ershad akjon valo Moner Manus cilen, Desher janno onik onik kaj korecen, Mohan Allah unak jannatul ferdous dan korun, Amin
    Total Reply(0) Reply
  • AMINUL ১৭ জুলাই, ২০১৯, ১:০৩ পিএম says : 0
    এই বাংলাদেশ পুর্নগঠনে এইস এম এরশাদ সাহেবের অনেক অবদান আছে।মহান আল্লাহ যেন উনার সকল দোষত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করেন আমিন।’’
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ