Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ট্রাম্প কন্যাকে নিয়ে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৯, ৭:০৪ পিএম

গত সপ্তাহে জাপানের ওসাকাতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে তার সঙ্গে নিয়ে যাওয়ায় তীব্র সমালোচনার শিকার হন। হোয়াইট হাউসের উপদেষ্টা ইভাঙ্কাকে বিশ্ব নেতাদের সামনে এভাবে উপস্থাপিত করায় মার্কিন প্রেসিডেন্ট ও তার কন্যাকে নিয়ে বিশ্বব্যাপী নেটিজেনরা নিন্দার ঝড় বইয়ে দিচ্ছেন। সারা বিশ্বের শীর্ষ নেতাদের পাশাপাশি ইভাঙ্কাকে ছবি তুলতেও দেখা গিয়েছে। তিনি না কোন নির্বাচিত কর্মকর্তা, না তিনি প্রেসিডেন্ট ক্যাবিনেটের কোন সদস্য।

ফ্রেঞ্চ রাষ্ট্রপতি প্রাসাদের অফিসিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে শেয়ার করা এক সংক্ষিপ্ত ভিডিওতে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাখো, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে, কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিচালক ড ক্রিস্টিন লাগার্দের মধ্যে এক কথোপকথনে ইভাঙ্কাকে অংশগ্রহণ করতে দেখা যায়।

অনেক ডেমোক্রেট ও উদার মন্তব্যকারীরা শীর্ষস্থানীয় ব্যক্তিদের কথোপকথনে অংশগ্রহণ করায় ইভাঙ্কার সমালোচনা করেন। ‘কারও কন্যা হওয়াটা কোন যোগ্যতা নয়’ বলেও অনেকে মন্তব্য করেন। বিশ্ব নেতাদের কথোপকথনের মধ্যে অযাচিতভাবে অংশগ্রহণকে কেন্দ্র করে টুইটারে ইভাঙ্কাকে নিয়ে সমালোচনাতেই থেমে যায়নি নেটিজেনরা। ঐতিহাসিক বিভিন্ন ছবি এডিট করে সেখানে ইভাঙ্কাকে বসিয়ে দিয়ে টুইটারে ঠাট্টার ঝড় শুরু হয়।

টুইটারে, হ্যাশট্যাগ ‘#অনাওয়ান্টেডইভাঙ্কা’ পোস্টের ঝড় শুরু হয়। অনেক বিখ্যাত এবং ঐতিহাসিক ঘটনা ইভাঙ্কার ছবি সম্পাদনা করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন বাহিনীর যুদ্ধকালীন ছবি, বিখ্যাত ব্যান্ড বিটলসের প্রচ্ছদ থেকে শুরু করে মার্কিন বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ‘আই হ্যাভ আ ড্রিম’খ্যাত ঐতিহাসিক সমাবেশেও ইভাঙ্কাকে সম্পাদিত করে বসিয়ে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোশ্যাল মিডিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ