Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হামলা হলে ইরান হাত গুটিয়ে বসে থাকবে না: ইরানি দূত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৯, ৪:৪৭ পিএম

জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, কোনো রকমের সামরিক আগ্রাসনের মুখে পড়লে তার দেশ হাত গুটিয়ে বসে থাকবে না। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে তিনি পরিষ্কার করে বলেছেন, আমেরিকার পক্ষ থেকে যেকোনো রকমের আগ্রাসন হলে তেহরান জবাব দিতে দ্বিধা করবে না।

পরমাণু কর্মসূচি ও মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনায় যখন ইরান ও আমেরিকার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তখন মাজিদ তাখতে রাভাঞ্চি একথা বললেন। ইরানের সামরিক বাহিনী যে অবস্থান নিয়েছে মূলত তিনি তাই সুস্পষ্ট করলেন। গতকাল ইরানের সেনাপ্রধান বলেছেন, মার্কিন সামরিক ঘাঁটি ও বিমানবাহী জাহাজগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। আমেরিকা যদি ভুল কোনো পদক্ষেপ নেয় তাহলে এগুলো ধ্বংস করে দেয়া হবে।

বিবিসি-কে দেয়া সাক্ষাৎকারে মাজিদ তাখতে রাভাঞ্চি আরো বলেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর ইরানের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়ার জন্য ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি কোনো উদ্যোগ নেয় নি। তিনি বলেন, আমেরিকার পর ইউরোপের এসব দেশও পরমাণু সমঝোতার সব ধারার প্রতি পূর্ণ সম্মান দেখায় নি। তিনিও ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ইঙ্গিত দেন।

সূত্র: পার্সটুডে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ