Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রমিকদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র : সভাপতি-সম্পাদকসহ আটক ১২

ফুলবাড়ী ও পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

বড়পুকুরিয়া তাপ বিদুৎ কেন্দ্রে নিয়োগের দাবিতে গত শনিবার থেকে শুরু হওয়া শ্রমিকদের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় শ্রমিক আন্দোলন কমিটির সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদসহ ১২ জন আন্দোলনকারী শ্রমিক নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১ টায় এই লাঠিচার্জ ও ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হওয়ার দাবি করেছে আন্দোলনকারীরা।
পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনার পর আন্দোলনরত শ্রমিকরা সংগঠিত হয়ে বড়পুকুরিয়া কয়লা খনি বাজারে বিক্ষোভ মিছিল করে। এদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে আটক শ্রমিক-নেতাদের মুক্তির দাবি করে আবারো কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন শ্রমিক অধিকার আন্দোলন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহাজান। এ সময় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, আরিফ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক নূর আলমসহ অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

শ্রমিক অধিকার আন্দোলন কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম ও আরিফ সাংবাদিকদের বলেন শ্রমিকরা তাদের ন্যায্যদাবি আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছিল। পুলিশ বিনা উস্কানীতে হঠাৎ তাদের উপর লাঠিচার্জ শুরু করে।
বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ বলেন, আন্দোলনকারীরা দাবি আদায়ের নামে ফুলবাড়ী-পার্বতীপুর সড়ক অবোরোধ করে যানচলাচলে বিঘœ ঘটায়। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয় তাদের মৃদু ধাওয়া দিয়ে সেখান থেকে তুলে দিয়ে ফুলবাড়ী-পার্বতীপুর সড়কে যান চলাচল স¦াভাবিক করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ