রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র আসিফ আহম্মেদ আরজু (১৫) নিহত হয়েছে।
গত বৃহস্পপতি বার সন্ধ্যার দিকে শহরের উপশহর পাড়ার একটি বাসার সানশেড ভেঙে সে নিহত হয়।
আরজু চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড পাড়ার (অগ্নিবীনা সড়ক) বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক নেতা নেহাল উদ্দীন সোহেলের ছেলে। আরজুর আকিস্মক ও অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছাড়া নেমে এসেছে। ঘনিষ্ট বন্ধু রাতুল হোসেন জানায়, সন্ধ্যার দিকে আরজু উপশহরপাড়ার ব্যাঙ্কার হানিফের বাসায় যায় প্রসেনজিৎ নামে এক শিক্ষকের কাছে পড়তে। স্যারের গেট খুলতে দেরি দেখে আরজু ওই বাসার গেটের ওপর লাগানো সানশেডে ঝুলে দেখতে যায়। এ সময় ভারি সানশেড তার বুকের উপর পড়ে। দ্রæত তাকে স্থানীয় হাসান ক্লিনিকে নিয়ে গেলে রাতে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
চিকিৎসকরা জানান, বুকে আঘাত লেগে তার মৃত্যু হতে পারে। এদিকে আরজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাটি, বন্ধু, শিক্ষক ও স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। শুক্রবার বাদ জুম্মা ঝিনাইদহ শহরের মুক্তিযোদ্ধ স্মৃতি জামে মসজিদে আরজুর জানাযা শেষে ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করা হয়। ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা আরজুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।