Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেঘনায় ভাসছে তিনটি কনটেইনার

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

ভোলায় মেঘনায় তিনটি কনটেইনার ভাসতে দেখা গিয়েছে। এর মধ্যে একটি কনটেইনার উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাটের পশ্চিম পাশে মেঘনা পাড়ে রয়েছে। অপর ২টি কনটেইনার মনপুরার বিচ্ছিন্ন ডালচরের উত্তর পূর্ব কোনায় রয়েছে স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে।

তবে ডালচরের কনটেইনার ২টি রাতের জোয়ারে হাতিয়ার দিকে চলে গেছে বলে জানান মনপুরা থানার ওসি ফোরকান আলী। তিনি হাতিয়া থানাকে অবহিত করেছেন বলে জানান। গতকাল বুধবার সকালে স্থানীয়রা কনটেইনারটি শক্ত দড়ি দিয়ে মেঘনা পাড়ে বেঁধে রাখেন। এর আগে মঙ্গলবার বিকেলে রামনেওয়াজ মৎস্য ঘাটের পশ্চিম পাশে মেঘনা পাড়ে বøক বাঁধের ওপর একটি কনটেইনার মেঘনায় ভাসতে ভাসতে আটকে যায়।

থানা সূত্রে জানা যায়, গত রোববার করিম শিপিং লাইনের কনটেইনারবাহী জাহাজ ‘কেএসএল গ্ল্যাডিয়েটর’ পণ্য ভর্তি ৮৩ কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও কনটেইনার টার্মিনালের উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে হাতিয়া চ্যানেলে লাল বয়ার কাছে পৌঁছালে প্রতিক‚ল আবহাওয়ার মধ্যে পড়ে ৪৩ কনটেইনার ছিটকে সাগরে পড়ে যায়। স্থানীয় প্রশাসন ও স্থানীয়দের ধারণা, হাতিয়া চ্যানেলে জাহাজ থেকে ছিটকে পড়া ৪৩ কনটেইনারগুলোর মধ্যে এই কনটেইনারটি হতে পারে।

কনটেইনারটিতে ঞজওঞঙঘ ওঘঞঊজঘঅঞওঙঘঅখ লেখা রয়েছে। এছাড়াও কাস্টমস এর অনুমোদনের সিলও রয়েছে। এদিকে কনটেইনারটি নিচে ও উপরের কিছু অংশ ভেঙে গেছে। এতে কনটেইনারটির ভেতরে বস্তাভর্তি তুলা দেখা যায় বলে স্থানীয় ও থানা সূত্র জানায়। এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফোরকান আলী জানান, খবর পেয়ে একজন এসআই ঘটনাস্থলে পাঠিয়েছি। এখনো একটি কনটেইনার রামনেওয়াজ মৎস্য ঘাটের পূর্ব পাশে আছে। এছাড়া চট্টগ্রাম বন্দর থানাকে মুঠোফোনে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কনটেইনার

১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ