Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরে আরো একটি কনটেইনার আটক

মিথ্যা ঘোষণায় মদ আমদানি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ জুলাই, ২০২২, ২:১০ পিএম

সুতার ঘোষণা দিয়ে আনা আরো এক কনটেইনার বিদেশি মদের চালান আটক করেছে চট্টগ্রাম কাস্টমস। রোববার দুপুরে এ তথ্য জানান কাস্টমসের কর্মকর্তারা।
নীলফামারী জেলার উত্তরা ইপিজেডের ডং
জিন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড বিডি নামে একটি কারখানার নামে চীন থেকে সুতা আমদানির ঘোষণা দিয়ে মদ আনা হয়েছে। শনিবার সকালে আটক দুই কনটেইনার মদের সাথে এই কনটেইনারের
আমদানিকারকের যোগ সূত্র রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কনটেইনার খুলে মদের বোতল গণনা করা হচ্ছে। এর আগে
চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে যাওয়া মদের দুটি চালানের মাধ্যমে প্রায় ২৫ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়। জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়ে যাওয়া কনটেইনার
সোনারগাঁও, নারায়ণগঞ্জ থেকে আটকের পর দুইটি কনটেইনারের ইনভেন্টি সম্পন্ন হয়েছে। শতভাগ পরীক্ষায় পণ্য চালান দুটিতে ১ হাজার ৩৩০ কার্টনে বিভিন্ন ব্রান্ডের ৩১ হাজার ৬২৫ দশমিক ৫ লিটার বিদেশি মদ পাওয়া যায়। যার শুল্কায়নযোগ্য মূল্য ৪ কোটি ৪৬ লাখ টাকা। পণ্য চালান দুটিতে মিথ্যা ঘোষণায় ২৪ কোটি ৭০ লাখ টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়েছে। রোববার এসব বিষয় নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) মো. সাইফুল হক। তিনি জানান, কুমিল্লা ইপিজেডের হেশি টাইগার কোম্পানি লিমিটেডের নামে ২০ জুলাই টেক্সটার্ড ইয়ান অব পলিয়েস্টার ১০০ শতাংশ রিসাইকেলড পোস্ট ঘোষণায় চীন থেকে আসা ১৯ হাজার ৬৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য কাস্টম হাউসে বিল অফ এন্ট্রি দাখিল করেছিল।

গত ২০ জুলাই উভয় পণ্য চালানের শুল্কায়ন সম্পন্ন হয়। দুইটি পণ্য চালান আমদানির জন্য বেপজা থেকে ইমপোর্ট পারমিট ইস্যু করা হয়েছিল। একইদিন ঈশ্বরদী ইপিজেডের বিএইচকে টেক্সটাইল মিলস লিমিটেডের নামে চীন থেকে আসা রোভিং মেশিন ববিন ঘোষণায় ২০ হাজার ৭৫০ কেজি ওজনের চালানটি খালাসের জন্য বিল অফ এন্ট্রি দাখিল করেছিল। সিঅ্যান্ডএফ হিসেবে ছিল চট্টগ্রামের ডবলমুরিংয়ের ৬৯৯ কেবি দোভাষ লেনের জাফর আহমেদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কনটেইনার আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ