Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএম ডিপোতে বিস্ফোরণ অবশেষে মামলা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৩:৪৮ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারীতে বিএম কন্টেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। আটজনকে আসামি করে মামলা করেছে সীতাকুন্ড থানার পুলিশ। তবে এই আটজনের নাম প্রকাশ করা হচ্ছেনা।

সীতাকুন্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি করেন। মামলায় দুর্ঘটনায় অবহেলার অভিযোগ আনা হয়েছে।

গত শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোতে একটি কনটেইনারে আগুনের সূত্রপাত। তার কিছু সময় পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত সরকারি হিসাবে ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চার শতাধিক মানুষ

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ