Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরেনিয়াম বাড়িয়ে সমঝোতা লঙ্ঘন করিনি : ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ১২:০৫ এএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, তার দেশ পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুসরণ করেই সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। তিনি সোমবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এর আগে সোমবার বিকেলে এক বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, তার দেশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ৩০০ কেজির সীমা বাড়িয়েছে। এর কিছুক্ষণ পর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ভিয়েনায় এ কথার সত্যতা নিশ্চিত করে। এদিকে এ তথ্য প্রকাশের পর যুক্তরাষ্ট্র ও জাতিসংঘসহ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে। হোয়াইট হাউজ এক বিবৃতিতে ইরানকে পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলছে, ইইউ ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছে। অন্যদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন, তার সংস্থা কূটনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে সব সময় পরমাণু সমঝোতা বাস্তবায়নের ওপর জোর দিয়ে এসেছে। কিন্তু যুক্তরাষ্ট্র এ সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে এই আন্তর্জাতিক চুক্তির বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। এর জবাবে জারিফ তার টুইটার পোস্টে বলেন, পরমাণু সমঝোতার ৩৬ নম্বর ধারায় বলা হয়েছে-এক পক্ষ এ সমঝোতা লঙ্ঘন করলে অন্য পক্ষ এতে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন স্থগিত রাখতে পারে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরান ইউরোপীয় দেশগুলোকে এ সমঝোতা বাস্তবায়নের জন্য কয়েক সপ্তাহ সময় দেয়। কিন্তু ৬০ সপ্তাহ পরও তারা তা বাস্তবায়ন না করার পর ইরান ৩৬ নম্বর ধারা মেনেই সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের সীমা ছাড়িয়েছে। আইআরআই, ইরনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ