মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানে বিদেশি পুঁজি বিনিয়োগ আকৃষ্ট করতে বিদেশি নাগরিকদের পাঁচ বছরের জন্য রেসিডেন্স পারমিট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের মন্ত্রিসভা। বর্তমানে বিভিন্ন বৈধ কারণে ইরানে অবস্থানরত বিদেশি নাগরিকরা এক বছরের জন্য দেশটিতে থাকার অনুমতি বা রেসিডেন্স পারমিট পান যা প্রতি বছর নবায়ন করতে হয়।
তবে নতুন আইনে সব বিদেশি পাঁচ বছরের থাকার অনুমতি পাবেন না বরং তাদেরকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ইরানে বিনিয়োগ করতে হবে।
ইরানের মন্ত্রিসভা গতকাল (রোববার) এ সংক্রান্ত যে আইন অনুমোদন করে তাতে বলা হয়, পুঁজি বিনিয়োগকারী হিসেবে পাঁচ বছরের রেসিডেন্স পারমিট পাওয়ার জন্য একজন বিদেশিকে কমপক্ষে আড়াই লাখ ইউরো’র সমপরিমাণ পুঁজি ইরানে বিনিয়োগ করতে হবে।
আইনটিতে বলা হয়েছে, ইউরোর পাশাপাশি ডলার এবং ইরানের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে স্বীকৃত যেকোনো বৈদেশিক মুদ্রায় পুঁজি বিনিয়োগ করা যাবে।
ইরানের আইন মেনে দেশটির যেসব খাতে বিদেশিরা পুঁজি বিনিয়োগ করতে পারবেন সেসব খাতের মধ্যে রয়েছে ব্যাংকে দীর্ঘমেয়াদে আমানত জমা রাখা, সঞ্চয়পত্র ক্রয়, ও গৃহনির্মাণ খাতে পুঁজি বিনিয়োগ ইত্যাদি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।