Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারে আটক ছিল ৪ তরুণী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম


ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে চাকরি দেওয়ার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দুবাইতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর সেখানকার একটি বারে নাচ-গান করতে বাধ্য করা হয়েছিল চার ভারতীয় তরুণীকে। চাকরিতে যোগ দেওয়ার আগে তাদের কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেননি নিয়োগকর্তা তাদের মিথ্যা বলে অন্য কোন কাজে নিয়ে যাচ্ছে। সবকিছু যখন পরিষ্কার হলো তখন ভাগ্য মেনে নেয়া ছাড়া আর উপায় কোন উপায় ছিল না ওই তরুণীদের। কারণ ততদিনে তাদের ফেরার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল। এর মধ্যেই এক তরুণী সুযোগ বুঝে হোয়াটসঅ্যাপে পরিবারের কাছে পুরো পরিস্থিতি জানায়। তার পরিবার চুপ করে বসে থাকতে পারেনি। দুবাইয়ে ভারতীয় কনস্যুলেটের দ্বারস্থ হন তারা। পরে ভারতীয় কনস্যুলেটের তৎপরতায় সেখানকার একটি বার থেকে তামিলনাড়ুর ওই চার তরুণীকে উদ্ধার করেছে দুবাই পুলিশ। পুলিশকে ওই তরুণীরা জানিয়েছেন, জোর করে বারে আটকে রাখা হয়েছিল তাদের। ইচ্ছার বিরুদ্ধে তাদের নাচ-গানও করতে হচ্ছিল। উদ্ধার হওয়া ওই তামিল তরুণীদের ভারতে ফেরানোর তোড়জোড় করছে কনস্যুলেট। যে কোন সময় তাদের দেশে ফেরত পাঠানো হবে। টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ