Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরাজদিখানে সাপের কামড়ে নারী ও শিশুর মৃত্যু

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৯, ২:১৪ পিএম

সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামে সাপের কামড়ে শিলা বনিক (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের চিত্তরঞ্জন বনিকের ছেলে রবিন্দ্র বনিকের স্ত্রী। অপর দিকে শোয়েব আহমেদ সাদ্দিন নামের দেড় বছরের এক শিশু সাপের কামরে আজ বুধবার সকাল ৯ টায় উপজেলার রাজানগর ইউনিয়নের তেগুরিয়া গ্রামে মৃত্যু হয়।

শিশুর বাবা সুমন বলেন, আমি আমার শ্বশুর বাড়িতে বেড়াতে আসছি। আমার ছেলেটা খেলার সময় মাটির গর্তে হাত দিলে সাপে কামর দেয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ঢাকা নেয়ার জন্য বলে। আমি সাথে সাথে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত ডা. তাকে মৃত ঘোষণা করেন। ওখান থেকে এনে সাপুড়ের কাছে নিয়ে যাচ্ছি। আমার বাসা ঢাকা নয়াবাজার।

রবিন্দ্র বনিকের চাচাত ভাই বিশ্বনাথ বনিক বলেন, গত মঙ্গলবার রাত ৯ টার দিকে ঘরে এসে বাতি জালানোর সময় শিলা বনিককে একটি বিষধর সাপে কামড় দেয়। পরে তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেয়ার সময় রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়। আজ সকাল ১১ টায় দানিয়াপাড়া শসানে তার কাষ্ট করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান বলেন,শিলা নামের সাপে কাটা রোগী আমাদের এখানে আসেনি। তবে সাদ্দিন নামের এক শিশু আসছিল তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

সিরাজদিখান থানা অফিসার ইনচার্জ মো.ফরিদ উদ্দিন বলেন,এ বিষয় আমাকে এখনো কেউ জানায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ