Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

নগরীতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত এবং আরও একজন আহত হয়েছেন। গতকাল (শুক্রবার) নগরীর পাহাড়তলী থানার বাইন্যাপাড়া দুর্গামন্দিরের পাশে জনৈক তপন সেনের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত রণজিৎ দাশ (৩৫) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার মসজিদজাম গ্রামের যোগেন দাশের ছেলে। তার বাসা পাহাড়তলী এলাকায়। আহত শ্যামল দাশকে (২৫) চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, নির্মাণাধীন ভবনের সঙ্গে লাগোয়া বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিল। কাজ করার সময় অসতর্কতাবশত দু’জন শ্রমিক লাইনের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। একজন মারা গেছেন, আরেকজন শ্যামল আশঙ্কামুক্ত আছেন। স্থানীয়রা জানান, সঞ্চালন লাইনের পাশে বাড়ি নির্মাণ করা হচ্ছে। অথচ নিরাপত্তায় কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ