মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় সংস্থা সিআইএ’র একটি বিশাল নেটওয়ার্ককে বানচাল করে দিয়েছেন ইরানি গোয়েন্দারা। আজ (মঙ্গলবার) ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।
মন্ত্রণালয়ের গুপ্তচর-বিরোধী বিভাগের পরিচালক জানান, তার বিভাগ এমন উন্নত কিছু ব্যবস্থা গ্রহণ করেছে যার কারণে যেকোনো গুপ্তচর নেটওয়ার্ককে চিহ্নিত ও বানচাল করা সম্ভব। তিনি বলেন, যেকোনো গুপ্তচর নেটওয়ার্কের ওপর ইরানি গোয়েন্দাদের পূর্ণ নিয়ন্ত্রণ ও প্রাধান্য রয়েছে।
ইরানি গোয়েন্দা মন্ত্রণালয়ের এ কর্মকর্তা বলেন, তার দেশের গোয়েন্দা বাহিনী সাইবার জগতে আমেরিকার সেইফ সিস্টেমের ভেতরে ঢুকেছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা স্বীকার করেছে যে, তাদের গুপ্তচরেরা বিপদের মুখে পড়েছে এবং তারা তাদেরকে প্রত্যাহার করেছে। ইরানসহ আরো কয়েকটি দেশে এসব গুপ্তচর কাজ করছিল।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।