Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

উশুর এসএ গেমস ক্যাম্প শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০১৯, ৯:০৫ পিএম

১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ উশু ফেডারেশন। ৪৩ জন উশুকারকে নিয়ে শনিবার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় এই অনুশীলন ক্যাম্প। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন উশু ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ এমপি। এ সময় বাংলাদেশ অলি¤িপক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রতিনিধি এবং ট্রেনিং কমিটির সদস্য শামীমা সাত্তার মিমু ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন উপস্থিত ছিলেন। অনুশীলনে সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বিজিবি, বিজেএমসি, বিকেএসপি এবং বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থার উশুকারা অংশ নিচ্ছেন। পাঁচদিনের অনুশীলন শেষে এখান থেকে ২৪ জনকে চূড়ান্তভাবে বাছাই করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উশু

৩১ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ