Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রমা ইসলামের নতুন গান ‘স্বপ্নে দেখেছি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১:৩৯ পিএম

ছোট বেলা থেকেই গানের সাথে সখ্যতা প্রমা’র। গানের ইচ্ছেটা তখন থেকেই তাড়া করতো, যখন বুঝতে শিখেছেন। আর সেই অদম্য ইচ্ছা থেকেই স্বপ্নের বীজ বুনতে শুরু করেন প্রমা। গানের তালিম নিয়েছেন একাধীক ওস্তাদের কাছে। এখনো নিচ্ছেন। ওস্তাদ নওয়াব আলী, ক্ষিতিশ চন্দ্র মল্লিক, আরিফুল ইসলাম মিঠু, সৈয়দ আব্দুল হাদী, ফেরদৌস আরা , পুজন দাসের কাছে নিয়েছেন গানের দীক্ষা। ২০০৪ সালে গান পরিবেশন করেন বিটিভির ‘নক্ষত্রের আলো’ অনুষ্ঠানে। টিভি শো করছেন নিয়মিত। নজরুল গীতির চর্চা নিয়মিত করলেও সব ধরনের গানেই পারদর্শী প্রমা ইসলাম। গানের সঙ্গেই করছেন বসবাস ।
এরই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে প্রকাশিত হলো প্রমার প্রথম মৌলিক গান-ভিডিও ‘স্বপ্নে দেখেছি’। মনিকা দাসের কথায় গানটির সুর করেছেন পুজন দাস। সঙ্গীতায়োজনে আছেন এস আই খোকন। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন প্রান্ত সেলিম।
গানটি প্রসঙ্গে প্রমা ইসলাম বলেন- ‘স্বপ্নে দেখেছি’ গানটি আমার অনেক পছন্দের একটি গান। এটি একটি প্রেমের আবেদনময়ী গান গানে। ভিডিওটির সাথে মিল রেখে করা হয়েছে। আশা করছি গানটি সব শ্রেনীর শ্রোতা-দর্শকদের হৃদয়ে দোলা দিবে।
গানের সঙ্গেই নিয়মিত থাকতে চান প্রমা ইসলাম। ইতোমধ্যে ৭টিরও বেশি গানের কাজ করেছেন তিনি। এরমধ্যে আসছে গুনীজন শেখ সাদী খানের লেখা গানও।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায় , ঈদ আয়োজনে গত ৩১ মে তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট , জিপি মিউজিক , বাংলালিংক ভাইব এবং রবি স্প্ল্যাশে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গীত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ