বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নওগাঁয় পুলিশের হস্তক্ষেপে বাল্য বিবাহ ভেংগে দিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর কনের পিতাদ্বয়ের জরিমানা আদায় করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সদর উপজেলার শালুকা গ্রামে। পুলিশ জানায় শালুকা গ্রামের আরমান হোসেনের নাবালিকা কন্যা চৈতির আকতারের (১৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার ফুফাতো ভাই একই উপজেলার খিদিরপুর গ্রামের তালেব সোনারের ছেলে সুরুজ হোসেনের সাথে। সেই সুত্র ধরে শুক্রবার বিকেলে শালুকা গ্রামে মেয়ের বাড়ীতে বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি সদর মডেল থানায় জানানো হলে থানার ওসি মোঃ সোহরাওয়ার্দ্দীর নির্দেশে এস,আই মোঃ আব্দুল মান্নান ফোর্সসহ বিয়ের আসরে উপস্থিত হন। সেখান থেকে বরÑকনেসহ তাদের পিতাÑমাতাকে থানায় নিয়ে আসেন। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুনের খাস কামড়ায় হাজির করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছেলের পিতা তালেব সোনারের ১০ হাজার টাকা এবং মেয়ের পিতা আরমান হোসেন ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে তারা সাবালক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা মর্মে মুচলেকা লিখে দিয়ে রেহায় পান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।