মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমেরিকার সঙ্গে চলমান উত্তেজনা কমানোর জন্য আলোচনা শুরুর খবর সুস্পষ্টভাবে নাকচ করে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ওমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউসুফ বিন আলাভি বিন আবদুল্লাহর সঙ্গে মাস্কাটে গতকাল (রোববার) এক বৈঠকে ওই খবর নাকচ করেন ইরানের অন্যতম পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্বাস আরাকচি।
আমেরিকার সঙ্গে আলোচনার খবর নাকচ করে আব্বাস আরাকচি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে পারস্য উপসাগরীয় অঞ্চলের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী।
আব্বাস আরাকচি বলেন, মধ্যপ্রাচ্যে কোনো রকমের উত্তেজনা সষ্টি করতে চায় না ইরান। তিনি আরো বলেন, মার্কিন নিষেধাজ্ঞার অবসান এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে তিনি ব্যর্থ অভিজ্ঞতা বলে অভিহিত করেন।
বৈঠকে ওমানের মন্ত্রী মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কথা উল্লেখ করে সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান। পাশাপাশি তেহরান ও মাস্কাটের মধ্যে অব্যাহত পরামর্শের ওপরও জোর দেন আলাভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।