Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকার সঙ্গে যেকোনো রকমের আলোচনার কথা নাকচ করল ইরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ৫:০৯ পিএম

আমেরিকার সঙ্গে চলমান উত্তেজনা কমানোর জন্য আলোচনা শুরুর খবর সুস্পষ্টভাবে নাকচ করে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ওমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউসুফ বিন আলাভি বিন আবদুল্লাহর সঙ্গে মাস্কাটে গতকাল (রোববার) এক বৈঠকে ওই খবর নাকচ করেন ইরানের অন্যতম পররাষ্ট্র প্রতিমন্ত্রী আব্বাস আরাকচি।

আমেরিকার সঙ্গে আলোচনার খবর নাকচ করে আব্বাস আরাকচি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে পারস্য উপসাগরীয় অঞ্চলের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী।

আব্বাস আরাকচি বলেন, মধ্যপ্রাচ্যে কোনো রকমের উত্তেজনা সষ্টি করতে চায় না ইরান। তিনি আরো বলেন, মার্কিন নিষেধাজ্ঞার অবসান এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে তিনি ব্যর্থ অভিজ্ঞতা বলে অভিহিত করেন।

বৈঠকে ওমানের মন্ত্রী মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কথা উল্লেখ করে সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানান। পাশাপাশি তেহরান ও মাস্কাটের মধ্যে অব্যাহত পরামর্শের ওপরও জোর দেন আলাভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ