Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে -ইফতার মাহফিলে পীর সাহেব জৌনপুরী

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ১২:০৩ এএম

তাহরিকে খাতমে নুবুওয়্যাতের আমির আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, দ্বীন ইসলামের দাওয়াতে আল্লাহতায়ালা যুগে যুগে নবী ও রাসূলগণকে পৃথিবিতে প্রেরণ করেছেন। সর্বশেষে আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে হযরত মুহাম্মাদ (স.) তাঁকে সর্বশ্রেষ্ঠ নাবী ও রাসূল হিসাবে প্রেরণ করে নবুওয়্যাত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন যার পরে কোন নাবী কিংবা রাসূল কেয়ামত পর্যন্ত আসবে না। এই আকিদা বিশ^াসকেই বলা হয় আকীদায়ে খাতমে নবুওয়্যাত। এই আকীদায় যার বিশ^াস থাকবে না নিঃসন্দেহে সে কাফের পরিণত হয়ে যাবে। তাকে যে কাফের মনে করবে না সেও কাফের হয়ে যাবে। গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে তাহরিকে খাতমে নবুওয়্যাত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইফতার ও আলোচনা মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা এহসান উল্লাহ আব্বাসী জৌনপুরী, মাওলানা কারী ওবায়দুল্লাহ আব¦াসী জৌনপুরী, হযরত মাওলানা আবু বকর সিদ্দিক কাসেমী পীরসাহেব বানীয়াপাড়া, মুহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী মহাসচিব, নেদায়ে ইসলাম বাংলাদেশ, শায়েখ আবুল কালাম আজাদ আজহারী, মাওলানা মোশাহিদ আলী চমকপুরী, প্রফেসর ড. ওয়ালিউল্লাহ, হযরত মাওলানা হাসানুর রহমান নকশেবন্দী, মাওলানা তামীম বিল্লাহ আল কাদরী।
পীর সাহেব বলেন, ইসলামের সোনালী যুগে অর্থাৎ প্রায় দেড় হাজার বৎসর আগে দ্বীনের পক্ষে কাফের ও মুশরেকদের পরিচালিত সম্মিলিত যুদ্ধে ১০ বছরে ইসলামের পক্ষে ও বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র ১০১৮ জন, অথচ হযরত আবুবকর সিদ্দিক (রাঃ) মুসায়লামাতুল কাজ্জাবের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে একদিনে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করেছেন। যার মধ্যে ৭০০ সাহাবী কুরআনের হাফেজ ছিলেন। ড. এনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরী তাহরিকে খাতমে নুবুওয়্যাতের বাংলাদেশের পক্ষ থেকে ৩ দফা দাবি তুলে ধরেন। এগুলো হল: অনতি বিলম্বে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানীদের সকল প্রকাশনা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে এবং ইলেক্ট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়াতে কাদিয়ানীদের পক্ষে সকল প্রচার ও দালালি বন্ধ করতে হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জৌনপুরী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ