Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুহাম্মাদ (সা.)-এর দেখানো সুন্নাহর বাইরে কোন শরিয়ত তরিকত মারেফত হাকিকত নেই -পীর সাহেব জৌনপুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৮, ৫:৩৯ পিএম

তাহরিকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের আমীর আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী বলেছেন- বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর বাইরে কোন শরীয়ত তরিকত মারেফত হাকিকত নেই। রাসূল (সাঃ) যা পালন করতে আদেশ করেছেন এবং যা থেকে দূরে থাকতে নিষেধ করেছেন, তা আন্তরিকতার সাথে মানার নামই ঈমান ও আকিদা। এক্ষেত্রে নিজ মন, মস্তিষ্কপ্রসূত বা কোন তথাকথিত আকাবিরদের তরিকা মানার সুযোগ নেই। যুগে যুগে পথহারা মুসলমানদেরকে অন্ধকারের পথ থেকে দূরে সরিয়ে সিরাতে মুস্তাকিম পথে আহ্বান করার ক্ষেত্রে হক্কানী তরিকাপন্থী দরবারগুলোর ভূমিকা অতুলনীয়। কেননা হক্কানী তরিকাপন্থীদের প্রধান কাজ হলো তার সালেকদেরকে শিরক কুফর বিদ’আত থেকে সতর্ক করা এবং তার ক্বলব পরিষ্কার রাকার পদ্ধতিগুলো বাতলিয়ে দেয়া। কারণ একজন লোক যতই নামাজ রোজা, হজ, যাকাত ইত্যাদি পালন করুক না কেন, যদি তার অন্তরের মধ্যে সামান্যতম শিরক কিংবা আকিদা ভুল থাকে। তাহলে তার কোন ইবদাতই কাজে আসবেনা। সুতরাং হক্কানী পীর মাশায়েখগণ তার সালেকদেরকে ঐ শিক্ষাই দেন। এক্ষেত্রে ইলমে তাসাউফ কিংবা হক্কানী তরিকাপন্থীদের অনুসরণের বিকল্প নেই। গতকাল শুক্রবার ঐতিহ্যবাহী আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবারের উদ্যোগে শাইখুল ইসলাম আল্লামা সিদ্দিক আহমাদ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী (রহঃ) এবং মোনাজেরে মিল্লাত আল্লামা নেসার আহমাদ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী (রহঃ) দ্বয়ের বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব জৌনপুরী হুজুর আরো বলেন- আজকে সমাজে একদল ভণ্ড তরিকত পন্থীদেররকে দেখা যায় তাদের দ্বারা প্রতিনিয়ত শিরক কুফর প্রকাশিত হচ্ছে। আবার আরেক দল তরিকতপন্থী যারা নামাজ রোজা হজ্ব যাকাত ইত্যাদি পালন ও যিকিরের নামে ভণ্ডামি করছে। শুধু তাই নয় মানুষদেরকে কৌশলে শিরক শিক্ষা দিচ্ছে। সুতরাং আমাদেরকে উভয়প্রকার ভণ্ড তরিকত পন্থীদের থেকে সতর্ক থাকতে হবে।
ইসালে সাওয়াব মাহফিলে উপস্থিত ছিলেন, আল্লামা মুফতি সাইয়্যেদে মুহাম্মাদ এহসান উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী, কোরআন তিলাওয়াত করেন, আন্তর্জাতি খ্যাতিসম্পন্ন ক্বারী হযরত মাওলানা সাইয়্যেদ মুহাম্মাদ ওবায়দুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী। এছাড়া অন্যান্য ওলামায়েকেরামগণ আলোচনা পেশ করেন। পরিশেষে পীর সাহেব হুজুর বিদায়ী মুনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে দোয়া পরিচালনা করেন।



 

Show all comments
  • Md Habibullah Khokon ২১ এপ্রিল, ২০১৮, ৭:১২ পিএম says : 0
    সূরা আল-মুমতাহিনাহ (الممتحنة), আয়াত: ৩ لَنۡ تَنۡفَعَکُمۡ اَرۡحَامُکُمۡ وَ لَاۤ اَوۡلَادُکُمۡ ۚۛ یَوۡمَ الۡقِیٰمَۃِ ۚۛ یَفۡصِلُ بَیۡنَکُمۡ ؕ وَ اللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۳﴾ উচ্চারণঃ লান তানফা‘আকুম আরহা-মুকুম ওয়ালাআওলা-দুকুম ইয়াওমাল কিয়া-মাতি ইয়াফসিলুবাইনাকুম ওয়াল্লা-হু বিমা-তা‘মালূনা বাসীর। অর্থঃ তোমাদের স্বজন-পরিজন ও সন্তান-সন্ততি কিয়ামতের দিন কোন উপকারে আসবে না। তিনি তোমাদের মধ্যে ফয়সালা করবেন। তোমরা যা কর, আল্লাহ তা দেখেন।
    Total Reply(0) Reply
  • জামান ২১ এপ্রিল, ২০১৮, ৮:০৪ পিএম says : 0
    পীর সাহেব খুব চমৎতকার কথা .................
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব জৌনপুরী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ