Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিধ্বংসী বাটলার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ১২:০৫ এএম

পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানি বোলারদের তুলোধুনা করে ৩ উইকেটে ৩৭৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ইংল্যান্ড। ৫৫ বলে ১১০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন কয়েকদিন আগেই বাবা হওয়া জস বাটলার।
জেসন রয় ও জনি বেয়ারস্টোয় টস হেরে ব্যাটে নামা ইংলিশদের শুরুটা ছিল দুর্দান্ত। ১৯ ওভারে ১১৫ রানের ওপেনিং জুটি উপহার দিয়ে আউট হন বেয়ারস্টো, ৪৫ বলে ৫১ রান করে। জো রুটকে নিয়ে ফিফটি জুটি গড়ে ৯৮ বলে ৩ ছয় ও ৬ চারে ৮৭ রান করে আউট হন রয়। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে রুট আউট হন ৫৪ বলে ৪০ রান করে। বাকি ১৪.৫ ওভারে অবিচ্ছিন্ন বাটলার-মর্গ্যান জুটি তোলে ১৬২ রান। ৪৮ বলে ৭১ রানে অপরাজিত থাকেন দলপতি মর্গ্যান। বটলার ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি ইনিংসে ছক্কা হাঁকান ৯টি, ৬টি চার।
জিততে হলে রান তাড়ায় রেকর্ড গড়তে হত পাকিস্তানকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সরফরাজ আহমেদের দলের সংগ্রহ বিনা উইকেটে ২০ রান। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ