Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার বাটলারের বিধ্বংসী রূপ

| প্রকাশের সময় : ১২ মে, ২০১৮, ১২:৪২ এএম

স্পোর্টস ডেস্ক : পয়েন্ট তালিকার দুই নম্বর দল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে-অফের লড়াই জমিয়ে তুলেছে রাজস্থান রয়্যালস। গতকাল জস বাটলারের ঝড়ো ব্যাটে ভর করে এমএস ধোনির দলকে ৪ উইকেটে হারায় আজিঙ্কে রাহানের দল।
১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজস্থান। তবে অপর প্রান্ত আগলে দলকে কক্ষপথে রাখেন বাটলার। শেষ ওভারে ১২ রানের হিসাবটা এক বল হাতে রেখেই মিলিয়ে নিয়ে ইংলিশ ওপেনার অপরাজিত থাকেন ৬০ বলে ১১টি চার ও ২ ছক্কায় ৯৫ রান করে। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান (১৭ বলে) করেন স্টুয়ার্ট বিনি।
এর আগে জয়পুরে টপঅর্ডারদের দৃড়তায় নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে চেন্নাই। দীর্ঘ সময় ক্রিজে থেকেও কেউই তেমন ঝড় তুলতে না পারায় সংগ্রহটা মাঝারিমানেই থেকে যায়। ৩৫ বলে সর্বোচ্চ ৫২ রান করেন সুরেশ রাইনা। এছাড়া শেন ওয়াটসন (৩১ বলে ৩৯) ও এমএস ধোনির (২৩ বলে ৩৩) ব্যাট থেকে আসে দুটি ত্রিশোর্ধো ইনিংস।
১১ ম্যাচে পাঁচ জয়ে পয়েন্ট তালিকার ছয়েই রইল রাজস্থান। সমান ম্যাচে সাত জয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে চেন্নাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ