Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাটলার-স্টোকসে লড়ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৩১ রান করেছে সফরকারী ইংল্যান্ড। শুরুর ধাক্কা সামলে উঠে দলকে ভালো অবস্থায় দিন শেষ করিয়েছেন জশ বাটলার ও বেন স্টোকস।
সেন্ট লুসিয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে নেমে ১০৭ রানের মধ্যে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। ররি বার্নস ২৯, কিংটন জেনিংস ৮, জো ডেনলি ২০ ও অধিনায়ক জো রুট ১৫ রান করে ফেরেন। এরপর দলের হাল ধরেন বাটলার ও স্টোকস। ধীরলয়ে খেলে দিন শেষে অবিচ্ছিন্ন ১২৪ রানের জুটি গড়েন তারা। বাটলার ৬৭ ও স্টোকস ৬২ রানে অপরাজিত আছেন। কিমো পল ৪২ রানে নেন ২ উইকেট।
সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে উইন্ডিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাটলার-স্টোকসে লড়ছে

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ