Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার শ্যামনগরে ভাইপোর লাঠির আঘাতে আহত চাচার মৃত্যু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ৪:০০ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে ভাইপোর লাঠির আঘাতে আহত চাচা টানা সাত ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হেরে গেলেন। সোমবার দিবাগত রাত ১১ টার দিকে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
নিহত ফজলুর রহমান (৪৫) শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের পশ্চিম পরাণপুর গ্রামের আতিয়ার চৌকিদারের ছেলে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত্র বিরোধ নিয়ে সোমবার বিকালে শালিসি বৈঠক বসে। সেখানে দুইজন ওয়ার্ড মেম্বরসহ স্থাণীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শালিস চলার এক পর্যায়ে প্রতিপক্ষরা হামলা চালায়। এসময় ভাইপো জোবায়ের মেহগনি গাছের ডাল নিয়ে ফজলুর রহমানের মাথায় ও ঘাড়ে আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতে নিয়ে যাওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
নিহতের মেয়ে আকলিমা খাতুন সাংবাদিকদের জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
শ্যামনগর থানার ওসি হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ