Inqilab Logo

মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পুলিশ হেফাজতে মৃত্যু

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

যশোরের মণিরামপুরে স্যালো মেশিন নিয়ে বিরোধের জের ধরে শ্যালক যাদব সেনকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক দুলাভাই গোপাল দাসের (৭৭) মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যারাতে গোপাল দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার মেয়ে সুমিত্রা দাস দাবি করেছেন, পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়েছে। এর আগে রোববার সকালে যাদব সেনকে পিটিয়ে তারই সহোদর মদন সেন হত্যা করে। আর নেপথ্যে নেতৃত্ব দেন পুলিশ হেফাজতে মৃত গোপাল দাস। এসব অভিযোগ করেন নিহতের আরেক ভাই মাধব সেন। রোববার সকালে নিহত হন যাদব সেন এবং এ ঘটনায় আটক গোপাল দাসের মৃত্যু হয় সন্ধ্যারাতে। নিহত চিরকুমার যাদব সেন তারুয়াপাড়া গ্রামের মৃত সুরেন সেনের ছেলে এবং পুলিশ হেফাজতে মৃত গোপাল চন্দ্র দাস একই গ্রামের মৃত যতিন্দ্র নাথ দাসের ছেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ