Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় দিন দুপুরে চলন্ত মোটরসাইকেল হামলা চালিয়ে নগদ টাকা ছিনতাই, আহত ২

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ৭:৪৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় দিন দুপুরে চলন্ত মোটরসাইকেল হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শ্রমিকলীগ নেতা মো.নাহিদ আকল (৪৬) ও তার ভাইর ছেলে ইব্রাহিস আকন (২৮) গুরুতর জখম হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। সোমবার বিকালের দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর টোল ঘর সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। অহত ওই দু’জকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহত নাহিদ জানান, সে মৎস বন্দর মহিপুর থেকে মোটরসাইকেল যোগে হাট বাজার ইজারার টাকা নিয়ে উপজেলা পরিষদে আসতে ছিলাম। শেখ কামাল সেতুর টোল ঘরে আসার পূর্ব মূহুর্তে পিছন থেকে আসা দুইটি মোটরসাইকে ৫/৬ জনের দুর্বৃত্ত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় এবং সাথে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ