নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : যে কোন প্রতিপক্ষের জন্য তিনি হলেন আতঙ্কের নাম। ব্যাট হাতে যেমন একাই পারেন ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে, তেমনি তার অফ স্পিনটাও বেশ কার্যকর। তবে সাম্প্রতিক সময়ে একদম কথা বলছে না তার ব্যাট। এই কারণেই ২০১২ সালে অভিষেকের পর প্রথমবারের মত দলের বাইরে ছিটকে গেলেন গ্রেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত এই দলে নেই স্কট বোল্যান্ড ও ট্র্যাভিস হেডেরও। দলে ফিরেছেন হেনরিক্স ও শন মার্শ।
শেষ ১০ ম্যাচে ম্যাক্সওয়েলের ব্যাটিং গড় ১১.৮০। এমতাবস্থায় দলে ফিরতে ‘এ’ দলে ধারাবাহিক পারফর্শ করার পরামর্শ দেন ক্রিকেট অট্রেলিয়ার নির্বাচক রড মার্শ। ২৭ বছর বয়সী অল-রাউন্ডারও প্রস্তুত অনুশীলনে ঘাম ঝরিয়ে পরের সিরিজেই দলে ফিরতে। আগামী ২১ আগস্ট কলম্বোয় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
ওয়ানডের অস্ট্রেলিয়া দল : স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জর্জ বেইলি, নাথান কোল্টার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জশ হেইজেলউড, মোইজেস হেনরিক্স, উসমান খাজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, মিচেল স্ট্যার্ক, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জ্যামপা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।