Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে তাবরাইজ শামসি

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিক ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য বাঁহাতি রিস্ট স্পিনার তাবরাইজ শামসিকে দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। ২৬ বছর বয়সী শামসি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন আইপিএলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪২ ম্যাচে ৩২.৬৩ গড়ে ৪৪ উইকেট নিয়েছেন তিনি। সেরা ৪/৫১। তিন স্পিনার নিয়ে ত্রিদেশীয় সিরিজে খেলবে এবি ডি ভিলিয়ার্সের দল। দক্ষিণ আফ্রিকার অন্য দুই স্পিনার হলে ইমরান তাহির ও অ্যারন ফাঙ্গিসো। দল থেকে বাদ পড়েছেন ডেভিড মিলার, ডেভিড ভিসে ও মার্চেন্ট ডি ল্যাঙ্গে।
গত বছরের জুলাইয়ের পর প্রথমবারের মতো দলে ফিরেছেন ওয়েইন পার্নেল। প্রতিযোগিতার প্রথম ম্যাচে অনিশ্চিত আঙুলের চোটে পড়া ফাফ ডু প্লেসি। তবে তাকে দলে রেখেছে দক্ষিণ আফ্রিকা। দুই পেসার ডেল স্টেইন ও ভার্নন ফিল্যান্ডের কেউই ১৫ সদস্যের দলে নেই। টেস্ট সিরিজকে সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে স্টেইনকে। চোট কাটিয়ে ফিরলেও নেওয়া হয়নি ফিল্যান্ডারকে। ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ৩ জুন।
দক্ষিণ আফ্রিকা দল : এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান রেহারডিন, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসি, ইমরান তাহির, মর্নে মর্কেল, ক্রিস মরিস, ওয়েইন পার্নেল, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে তাবরাইজ শামসি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ