Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেইসবুকে আবারও বিভ্রাট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০১৯, ৭:০৫ পিএম

এক মাসের ব্যবধানে আবারও ফেইসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন ফেইসবুক গ্রাহকরা।

রোববার বাংলাদেশ সময় বিকাল থেকে অনেকেই ইন্টারনেটে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকতে গিয়ে সমস্যার কথা জানিয়েছেন।

ইন্টারনেট ঘেঁটে দেখা যায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স থেকে শুরু করে পাকিস্তানেও একই অভিজ্ঞতার মুখে পড়েছেন ব্যবহারকারীরা।

সিঙ্গাপুরের সংবাদপত্র দি স্ট্রেইট টাইমস জানায়, ফেইসবুকের পাশাপাশি তাদের ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারেও একই সমস্যা দেখা যাচ্ছে।

ইন্টারনেটে ট্রাফিক মনিটরিং ওয়েবসাইট ডনডিটেকটরকে উদ্ধৃত করে পাকিস্তানের সংবাদপত্র ডন জানায়, পাকিস্তানে স্থানীয় সময় বিকাল ৩টা ২৮ মিনিটে সমস্যার সূত্রপাত। ইনস্টাগ্রামে ৩টা ৩৩ মিনিট এবং হোয়াটসঅ্যাপে ৩টা ৫৮ মিনিটে সমস্যা দেখা দেয়।

কী কারণে এই সমস্যা দেখা দিয়েছে, তা এখনও জানা যায়নি।

গত ১৫ মার্চ ফেইসবুকে একই ধরনের সমস্যা পোহাতে হয়েছিল ব্যবহারকারীদের। বিশ্বজুড়ে ১৪ ঘণ্টার বেশি সময় ধরে এই সমস্যা চলেছিল।

ওই বিপর্যয়ের পর বিশ্বের জনপ্রিয়তম এই সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ জানিয়েছিল, সার্ভারে কিছু পরিবর্তন আনার সময় এই বিভ্রাট দেখা দিয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেইসবুক

২৫ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ