Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেইসবুকে নেটিজেনদের ঈদ শুভেচ্ছা

শাহেদ নুর | প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৯, ৭:৪৩ পিএম | আপডেট : ৮:৫২ পিএম, ১৩ আগস্ট, ২০১৯

গতকাল পবিত্র ঈদুল আযহা। বরাবরের মত এবারও মুসলমানদের এই বৃহত্তম ধর্মীয় উৎসবকে ঘিরে ফেইসবুকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন নেটিজেনরা। তবে এবারের ঈদ উৎসবটি অন্যান্য বছরের তুলনায় কিছুটা আলাদা। কারণ সারাদেশে মহামারি আকারে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। অনেকের স্বজনরা হাসপাতালে কিংবা বাসায় ডেঙ্গুতে ভুগছে। এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের মুসলীম অধ্যুষিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ফলে বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কায় বেশিরভাগ বড় মসজিদে ঈদুল আজহার নামাজ আদায়ের সুযোগ দেয়নি সেখানকার সরকার। পুরো কাশ্মীরই এখন যেন এক কারাগারে পরিণত হয়েছে। সব মিলিয়ে উৎকণ্ঠার মধ্যে কাটছে ঈদ উৎসব।

সাংবাদিক সায়ীদ আবদুল মালিক লিখেন, ‘ডেঙ্গু আমার পরিবারের ঈদের আনন্দ কেড়ে নিয়েছে। স্বজনদের সাথে এবার ঈদে দেখা হচ্ছে না। এবার আমার পরিবারের খাঁচায় বন্দি ঈদ উৎসব।’

‘এবারের ঈদে কাশ্মীরি ভাই-বোনসহ সারাবিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য মন কাঁদছে। আল্লাহ এই ঈদের উসিলায় তুমি সবাইকে মুক্তি দান করো।’ - লিখেছেন নীরা হক।

সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ তার ফেইসবুকে লিখেন, ‘হিংসা-বিদ্বেষের কদর্যতাসহ মনের কালো দূর হোক। অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের জয় হোক নিশ্চিত হোক। সব সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক। ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ উল আযহায় সবাইকে শুভেচ্ছা। ঈদ মোবারক।’

‘বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মুবারক। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন।’ - লিখেছেন কামরুল হাসান।

লেখক মুমু রহমান দুঃখ প্রকাশ করে লিখেন, ‘মাননীয় স্বাস্থ্য মন্ত্রী ইদ মোবারক ! মাননীয় মেয়র মহোদয় ইদ মোবারক ! ছোট ভাইয়ের দুই বাচ্চাই হাসপাতালে, আপনাদের দোয়ায় এবারের ইদ হাসপাতালেই কাটবে।
আপনারা ভালো থাকুন, আপনাদের কুরবানি ও অন্যান্য ইবাদত সফল হোক, আমিন।’

‘রেলের শিডিউল বিপর্যায়, মহাসড়কে তীব্র যানজট আর ডেঙ্গু আতঙ্কে ঈদের আনন্দটুকু পুরোপুরি উপভোগ্য হলো না।’ - লায়লা খালেদের মন্তব্য।

এমডি রুহুল আমিন খান লিখেন, ‘আল্লাহু আকবার ! আল্লাহু আকবার ! লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। দেশ ও প্রবাসে থাকা সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। সকলের কুরবানী কবুল হউক। নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। ’

শিক্ষার্থী হাবিবুর রহমান টুইটারে লিখেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদে ঘরমুখো সবার যাত্রা হোক নিরাপদ। ঈদ মোবারক। ‘

‘প্রিয় দেশবাসীকে ঈদ মোবারক। আসুন আমরা সবাই, নিজ নিজ পশু কোরবানীর পর বর্জ্য পরিস্কার করে, পরিবেশ সুন্দর রাখতে সহায়তা করি।’ - নিলিমা আক্তার চৌধুরীর পরামর্শ।

জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম তার ফেইসবুক পেইজে পরিবারে ছবি দিয়ে ক্যাপশনে লিখেন, ‘সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহতের সঙ্গে যুক্ত হওয়া। ঈদুল আজহা'র এই আনন্দঘন মুহুর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন আমাদের সকল ইবাদাত, ত্যাগ, কুরবানী কবুল করে নেন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন এবং পশু কুরবানীর মাধ্যমে অর্জিত প্রিয় ও মুল্যবান ঈমানী জজবা আল্লাহর রাস্তায় ব্যয় করার শিক্ষায় আমাদের জীবন পরিচালিত করেন ইনশাল্লাহ। আমার পরিবারের পক্ষ থেকে দেশবাসী সবাইকে পবিত্র ঈদ- উল- আজহা এর শুভেচ্ছা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ