প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
‘ভবিষ্যতের ভূত’ চলচ্চিত্রটি নিষিদ্ধ করে ভারতের পশ্চিম বঙ্গ সরকার বলা যায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছে। চলচ্চিত্র কর্মীরা এর প্রতিবাদে র্যালি করেছে। সঙ্গে যোগ দেয় সৃজনশীল সমাজ আর চলচ্চিত্র দর্শকরাও। অনীক দত্ত’র রাজনৈতিক প্রহসন ‘ভবিষ্যতের ভূত’-এর সমর্থনে তারা ভূত সেজে র্যালিতে অংশ নেয়। এই বছরের প্রথমে চলচ্চিত্রটি মুক্তি পেলে পশ্চিম বঙ্গ রাজ্য সরকার পুলিশের সহায়তা নিয়ে চলচ্চিত্রটিকে মাল্টিপ্লেক্স এবং একক পর্দা থেকে প্রত্যাহার করার নির্দেশ দেয়। এরপর রাজ্য সরকারের বিরুদ্ধে চলচ্চিত্রটির নির্মাতারা মামলা করে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের এক রায়ে সিনেমা হল থেকে ‘ভবিষ্যতের ভূত’ চলচ্চিত্রটি পরোক্ষভাবে নিষিদ্ধ করার জন্য ক্ষতিপূরণ হিসেবে ২০ লক্ষ রুপি জরিমানা করেছে। জানান হয় এই অর্থ অনিক দত্ত’র চলচ্চিত্রটির মুক্তি বাধাগ্রস্ত করার জন্য ক্ষতিপূরণ হিসেবে থিয়েটার মালিকদের দিতে হবে। বিচারপতি ডি. ওয়াই. চন্দ্রচূড় এই রায়ে বলেন এই জরিমানার এক অংশ প্রযোজককেও দিতে হবে। ভারতের উচ্চ আদালত এই প্রসঙ্গে মন্তব্য করেছে চলচ্চিত্রটির প্রদর্শন বাধাগ্রস্ত করা মানুষের মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘনেরই নামান্তর। চন্দ্রচূড় আরও মন্তব্য করেন এ ধরনের পদক্ষেপ গুরুতর এবং শিল্পীর স্বাধীনতার বিরুদ্ধে রাজ্য সরকারের অসহিষ্ণুতার পরিচায়ক। দাঙ্গার ভয়ে মানুষের বাকস্বাধীনতাকে রোধ করা যায় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।