Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোলায় প্রধান শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ৭:৪১ পিএম

ভোলা সদর উপজেলার এ্যাডভোকেট ইউনুছ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর নবীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করে। পরে তারা জেলা প্রশাসকের কাছে প্রধান শিক্ষকের উপর হামলার বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে। জেলা প্রশাসকের আশ্বাসের পর তারা স্থান ত্যাগ করেন।
এসময় শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের সামনে স্থানীয় চঞ্চল নামের এক লোক দীর্ঘ দিন ধরে চটপটি বিক্রি করে আসছে। কিন্তু তার দোকানে এলাকার বখাটেরা বসে বিদ্যালয়ের মেয়েদের উত্যক্ত করত। তাই তাকে চটপটি বিক্রিতে বাঁধা দেয়ায় গত বুধবার বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহিউদ্দিনকে মারধর ও লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় শনিবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মেহেদী হাসান, স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন ও মহিলা ইউপি সদস্যের প্রতিনিধি মো. মনিরসহ সালিশে বসে। এ অবস্থায় চঞ্চল কিছু বহিরাগত সন্ত্রাসী নিয়ে বিদ্যালয়ের লাইব্রেরীতে প্রবেশ করে প্রধান শিক্ষকের সাথে উত্তেজিত ভাষায় গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে চঞ্চলের সাথে থাকা বহিরাগত সন্ত্রাসী বজলু, কিরণ ও ইয়ামিন চেয়ার দিয়ে প্রধান শিক্ষকের উপর হামলা চালায়। এতে প্রধান শিক্ষক গুরুতর আহত হলে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে ভোরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিক্ষার্থীরা আরও জানায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবে শিক্ষার্থীরা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা বলেন, শিক্ষককে মারধরে ঘটনা আমি শুনেছি। আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভোলা

২ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ