গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর রামপুরায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে নোমান গার্মেন্টসের শ্রমিকরা। এতে করে রামপুরা ডিআইটি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের রামপুরা অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে এই রোড দিয়ে চলাচলকারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে রামপুরার আবুল হোটেলের সামনে শ্রমিকরা এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। শ্রমিকরা অবরোধ কর্মসূচি থেকে বলা হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
শ্রমিকরা বলছেন, ‘আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিক আমাদের টাকা না দিয়ে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে। গত সপ্তাহে আমরা একদিন রাস্তায় নেমেছিলাম। দাবি পূরণ না হওয়ায় আজও রাস্তায় নেমেছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।