Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় রাগবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ৮:৫০ পিএম

বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) আয়োজিত অষ্টম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় পুরুষ রাগবি প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার বিকেলে মোহাম্মদপুরস্থ শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব ও ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এসময় উপস্থিত ছিলেন রাগবি ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল জহির স্বপন, সাধারণ সম্পাদক মৌসুম আলী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান শাহ। উদ্বোধনী দিনের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন সেনাবাহিনী ৫৯-০ পয়েন্টে কিশোরগঞ্জ জেলাকে, চট্টগ্রাম ২৮-৫ পয়েন্টে নারায়ণগঞ্জকে ও দিনাজপুর ২৭-০ পয়েন্টে ফরিদপুর জেলাকে হারায়। এবারের জাতীয় পুরুষ রাগবি প্রতিযোগিতায় ১৭টি জেলা ও ১টি সার্ভিসেস দলসহ মোট ১৮টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাগবি

৪ জানুয়ারি, ২০২১
৪ সেপ্টেম্বর, ২০২০
৯ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ