Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জনপ্রতিনিধির দখলে থাকা খাল উদ্ধার

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৯, ৭:১৮ পিএম

বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযানের ২৩তম দিন দিয়াবাড়ি ও কাউন্দিয়া এলাকায় ১০টি ছোট-বড় স্থাপনা ও এক জনপ্রতিনিধির দখলে থাকা একটি খাল উদ্ধার করা হয়েছে। খাল উদ্ধারের পর এলাকাবাসী মেতে উঠে মাছ ধরা উৎসবে।

তুরাগ পাড়ের কাউন্দিয়ায় নদী দখল করা খালের বাঁধ কেটে দখলমুক্ত করে তা নদীর সঙ্গে সংযুক্ত করে দেয় বিআইডব্লিউটিএ। এরপরই খালে আটকা থাকা অজস্র মাছ ধরতে নেমে পড়েন এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম শান্তর যোগসাযোশে তুরাগ নদীর এ অংশটি বাধ দিয়ে খাল বানিয়ে মাছ চাষ করেন কাউন্দিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ড মেম্বার আবু তালেব মেম্বার। ভেকু দিয়ে বাধের মাটি সরিয়ে দিলে পানি প্রবাহ শুরু হয়। তখন নারী-পুরুষসহ শত শত গ্রামবাসী একইসঙ্গে মাছ ধরতে ব্যস্ত হয়ে পরে। কেউ জাল দিয়ে, কেউ আবার ট্যাটা বা পলো দিয়ে মাছ ধরছেন। কোনো কিছু না পেয়ে অনেকে হাড়ি পাতিল নিয়েই নেমে পড়েছেন। যেন মাছ ধরার উৎসব।

ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার চলমান অভিযানে বুধবার সাভারের কাউন্দিয়ায় পুরনো একটি খাল উদ্ধার করে নদীর সঙ্গে যুক্ত করলে এ পরিবেশ সৃষ্টি হয়।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, নদীর পাশাপাশি ধীরে ধীরে ঢাকার চারপাশের খালগুলোও ফিরিয়ে আনা হবে।
বিআইডব্লিউটিএ'র যুগ্ম পরিচালক (বন্দর) আরিফ হাসানাত বলেন, একটি স্বার্থান্বেষী মহল তারা মাছের চাষ করছিল। এখানেই কিন্তু থেমে থাকতো না। তারা এখানে দখল করে অবৈধ স্থাপনা তৈরি করতো। জলের মতো যে খাল ছিল, সেগুলোর মুখ আমরা অবমুক্ত করার চেষ্টা করছি।

এপ্রসঙ্গে জানতে আবু তালেব মেম্বারের মুঠফোনে যোগাযোগ করা চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এদিকে দিয়াবাড়ি এলাকায় বৃষ্টি উপেক্ষা করে নদী দখল করে তৈরী ছোট-বড় ১০টি স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। এরমেধ্যে তিন তলা দুটি ও দুই তলা একটি বাড়ি রয়েছে।
এর আগে ২২তম দিনের উচ্ছেদ অভিযানে চারতলা পাকা ভবন একটি, তিনতলা চারটি, দোতলা সাতটি, একতলা ১৩টিসহ ২৫টি পাকা ভবন উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি আধা পাকা ভবন আটটি, টিনের ঘর ২৩টিসহ ৫৬টি স্থাপনা উচ্ছেদ করেন। বৃহস্পতিবারও তাদের উচ্ছেদ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিআইডব্লিউটিএ

৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ