Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ এপ্রিল থেকে দেশবাপী শুরু হচ্ছে হজযাত্রী প্রশিক্ষণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

আগামী ২ এপ্রিল থেকে দেশব্যাপী সরকারী ও বেসরকারী হজযাত্রীদের প্রশিক্ষণ শুরু হচ্ছে। ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত আশকোণাস্থ হজ অফিসে হজযাত্রীদের প্রশিক্ষণ দেয়া হবে। ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ জিয়াউদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতি জেলার হজ প্রশিক্ষণ টিমে ছয়জন প্রশিক্ষক থাকবেন। তাদের মধ্যে জেলা প্রশাসক বা তার প্রতিনিধি প্রশিক্ষণ সমন্বয়ক একজন, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক পর্যায়ের একজন, সহযোগী প্রশিক্ষণ সমন্বয়ক একজন, হজের ধর্মীয় ও হজ পালন বিষয়ে অভিজ্ঞ মুফতি বা মাওলানা একজন, হজ ব্যবস্থাপনা বিষয়ে একজন, স্বাস্থ্য বিষয়ক চিকিৎসক একজন ও একজন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) প্রতিনিধি এ প্রশিক্ষণ টিমে থাকবেন। ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১৯ সালের হজ গমনেচ্ছুদের জন্য দেশব্যাপী প্রতিটি জেলায় প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজযাত্রী

১৮ জানুয়ারি, ২০১৯
১৭ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ