Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৩০ দিনের ওমরাহ ভিসা দিন -হজযাত্রী কল্যাণ পরিষদ

প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: হজযাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ ইহমদুল ইসলাম চৌধুরী ওমরাহ যাত্রীদের সুবিধার্থে ওমরাহ ভিসার মেয়াদ ৩০ দিন নির্ধারণ করার জোর দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে আলহমদুল ইসলাম চৌধুরী বলেন, ওমরাহ যাত্রীগণ বাংলাদেশ থেকে যাত্রা করে পবিত্র মক্কায় পৌঁছতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েন। এতে শারীরিকভাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক দিন সময় লেগে যায়। পবিত্র মক্কা থেকে সড়ক পথে মদিনায় গমন কষ্টসাধ্য। এতেও ওমরাহ যাত্রীগণ অনেকটা দুর্বল হয়ে পড়েন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে ওমরাহ যাত্রীগণ পবিত্র মক্কা-মদিনায় অবস্থান করতে চান। এতে ওমরাহ পালন করতে কম পক্ষে ত্রিশ দিনের ওমরাহ ভিসা ইস্যু করা জরুরি হয়ে পড়েছে। তিনি এ ব্যাপারে সউদী বাদশা সালমানের আশু হস্তক্ষেপ কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩০ দিনের ওমরাহ ভিসা দিন -হজযাত্রী কল্যাণ পরিষদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ