Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮৮ হাজার প্রাক-নিবন্ধিত হজযাত্রী নিয়ে এজেন্সিগুলো বিপাকে

নতুন কোটা আনতে না পারলে আন্দোলনের হুমকি!

| প্রকাশের সময় : ১১ মে, ২০১৭, ১২:০০ এএম

শামসুল ইসলাম : ২০১৮ সালের জন্য প্রাক-নিবন্ধিত ৮৮ হাজার হজযাত্রী  নিয়ে হজ এজেন্সিগুলো বিপাকে পড়েছে। সউদী সরকারের কাছ থেকে নতুন হজ কোটা আনতে না পারলে প্রাক-নিবন্ধিত হজযাত্রীরা চলতি বছর হজে যাওয়ার সুযোগ পাবেন না। নতুন হজ কোটা আনতে না পারলে কোটা বঞ্চিত ৫০৩ হজ এজেন্সি’র নেতৃবৃন্দ আন্দোলনের হুমকি দিয়েছেন। গত ৯ মে প্রধানমন্ত্রী’র দপ্তরে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকেও সরকারী অব্যবহ্রত হজ কোটা দ্রæত সময়ের মধ্যে বেসরকারী পর্যায়ে সিরিয়াল অনুযায়ী স্থানান্তরের নিদের্শ দেয়া হয়েছিল। হাব সভাপতি আলহাজ আব্দুস ছোবহান ভূঁইয়া এতথ্য জানিয়েছেন। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এয়ারলাইন্সের প্রতিনিধি, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক,হাব মহাসচিব শাহাদাত হোসাইন তসলিমসহ উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। বৈঠকে হাব সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়া হজযাত্রী পরিবহনের থার্ড ক্যারিয়ার চালুর দাবী জানান। এসময়ে বিমান সচিব বিমান মন্ত্রী’র মাধ্যমে বিমান ও সাউদিয়ার প্রতিনিধিদের ডেকে আলোচনা করে থার্ড ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
সরকারী ব্যবস্থাপনার অব্যহ্রত প্রায় সাড়ে ৬ হাজার হজ কোটা বেসরকারী কোটায় হস্তান্তওে আরো এক সপ্তাহ সময় লাগবে। ধর্ম সচিব মোঃ আব্দুল জলিল সউদী আরব থেকে দেশে ফেরার পরেই এসব অব্যহ্রত হজ কোটা সিরিয়াল অনুযায়ী স্থান্তরের উদ্যোগ নেয়া হবে। একজন হজযাত্রীর কোটাও নষ্ট হতে দেয়া হবে না।  আগামী ১৫ মে পর্যন্ত সরকারী ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম চলবে। ১৫ মে’র পর সরকারী অব্যবহ্রত সকল হজ কোটা বেসরকারী হজ এজেন্সিগুলোর মাঝে সিরিয়াল অনুযায়ী হস্তান্তর করা হবে। ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব মোঃ হাফিজ উদ্দিন গতকাল ইনকিলাবকে এতথ্য জানিয়েছেন।  যুগ্ন-সচিব বলেন, সরকারী অব্যহ্রত হজ কোটা হস্তান্তরের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সাথে আলোচনা করে ধর্ম সচিব আব্দুল জলিল ১৫ মে’র পরে অব্যবহ্রত হজ কোটা বেসরকারী পর্যায়ে হস্তান্তরের উদ্যোগ নিবেন। গত ৯ মে পর্যন্ত সরকারী ব্যবস্থাপনায় ৩ হাজার ৬শ’ ৯৩জন হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। বেসরকারী ব্যবস্থাপনায় ১ লাখ ১৩ হাজার ৯শ’ ৯৫জন হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এদিকে, ধর্ম মন্ত্রণালয় আগামী ১৫ রমজানের মধ্যে পবিত্র মক্কা-মদিনায় সকল হজযাত্রীদের বাড়ী ভাড়া সম্পন্ন করার নোটিশ জারি করেছে। এখনো কোনো হজ এজেন্সি’র মুনাজ্জেম ভিসা ইস্যুর প্রক্রিয়া শুরু হয়নি। গত ৯ মে রাতে রাজধানীর একটি হোটেলে কোটা বঞ্চিত ৫০৩ হজ এজেন্সি আহবায়ক কমিটি’র উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন হাবের নবনির্বাচিত কমিটি নতুন হজ কোটা আনতে ব্যর্থ হলে তাদেরকে ক্ষমতায় থাকতে দু’বছরের সময় দেয়া হবে না। ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে নতুন কোটা আনার দাবী বাস্তবায়ন করা হবে।  সংগঠনের আহবায়ক মাহফুজ বিন সিরাজের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড কমিশনার হাবিবুর রহমান মিজান,  আওয়ামী লীগ নেতা রেজাউল করিম উজ্জল, মাওলানা কুতুব উদ্দিন, আটাব নেতা আব্দুল মতিন ভূঁইয়া, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা ফজলে এলাহী,  মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা যাকারিয়া, আলহাজ শামসুল হক ও ওলিউর রহমান। নেতৃবৃন্দ বলেন, আগামীকাল শনিবার হাবের ইসি কমিটিতে কোটা বঞ্চিত ৫০৩ এজেন্সি’র দাবী এজেন্ডাভ’ক্ত করা না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা হবে। হাব সভাপতি আব্দুস ছোবহান ভূইয়া বলেন, শনিবার হাবের ইসিতে নতুন হজ কোটা বৃদ্ধি ,  হাবের সাবেক কমিটি’র রেখে যাওয়া এক লাখ ২৪ হাজার টাকার কথা সদস্যদের অবগত করা  এবং হজের কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে নিতে মতামত নেয়ার বিষয়টি এজেন্ডাভ’ক্ত করা হয়েছে। এক প্রশ্নের জবাবে হাব সভাপতি বলেন, নতুন হক কোটা বৃদ্ধির উদ্যোগ তখনই নেয়া যাবে যখন সরকারী অব্যবহ্রত কোটা বেসরকারীতে হাই কোটের নিদের্শ অনুযায়ী সিরিয়াল অনুযায়ী বন্টন করা সম্পন্ন হবে। নতুন কোটা আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলেও হাব সভাপতি উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজযাত্রী

১৮ জানুয়ারি, ২০১৯
১৭ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ