Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

২০১৮ সনের হজযাত্রী প্রাক-নিবন্ধন সম্পন্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

২০১৯ সনের প্রাক-নিবন্ধনও ৬১ হাজার ৫শ’ জনের সম্পন্ন
বেসরকারী ব্যবস্থাপনায় ২০১৮ সনের কোটার হজে গমনেচ্ছু হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সরকারী ব্যবস্থাপনায় প্রায় ৪ হাজার হজযাত্রী প্রাক- নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শুধু সরকারী ব্যবস্থাপনার হজযাত্রীগণ প্রাক-নিবন্ধন করার সুযোগ পাবেন। ২০১৯ সালের হজের কোটার হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যেই ২০১৯ সনের হজের প্রায় ৬১ হাজার ৫শ’ বেসরকারী হজযাত্রী’র প্রাক-নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছেন। দ্বি-পাক্ষিক কোটা অনুযায়ী এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১শ’ ৫৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে ১০ হাজার সরকারী ব্যবস্থাপনায় হজে যাবেন। গতকাল মঙ্গলবার পর্যন্ত বেসরকারী ব্যবস্থাপনায় ১ লাখ ৭৮ হাজার ৬শ’ ৯৭ জন হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। এক্ষেত্রে কোটার অতিরিক্ত নিবন্ধিত হজযাত্রী ২০১৯ সালের হজের জন্য অপেক্ষমান থাকবেন। পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর আগস্টের ২০ (৯ জিলহজ) তারিখের দিকে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সউদী আরবের সঙ্গে হজ চুক্তি ও মন্ত্রিসভায় হজ প্যাকেজ অনুমোদনের পর প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের নিবন্ধন শুরু হবে। আগামী বছর হজ পালনের জন্য সউদী আরবের সঙ্গে হজ চুক্তি হবে ১৪ জানুয়ারি। এজন্য ধর্মমন্ত্রী মো. মতিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সউদী আরবে যাবেন। সউদী আরবের হজমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তি ছাড়াও অন্যান্যবারের মতো হাজী সেবা সংস্থা মোয়াচ্ছাসা চেয়ারম্যানের সঙ্গে, জেদ্দা-মক্কা-মদীনায় যাওয়া আসা নিয়ে জেনারেল কার সিন্ডিকেট ও ইউনাইটেড এজেন্সির সঙ্গে বাংলাদেশের চুক্তি হবে। বাড়ি ভাড়া নিয়ে মদিনায় আদিল্লা অফিসের সঙ্গেও চুক্তি করা হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।
হজযাত্রীদেরই ব্যাগ সংগ্রহ করতে হবে। হজযাত্রীদের দুর্ভোগ লাঘবে আগামী হজের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে বলে ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন। এবার আর ব্যাগ সরবরাহের জন্য হজযাত্রীদের কাছ থেকে টাকা নেয়া হবে না। সরকারের নমুনা অনুযায়ী হজযাত্রীদের নিজেদেরই ব্যাগ সংগ্রহ করতে হবে। হজযাত্রীদের ব্যাগ সরবরাহ নিয়ে প্রতি বছরই নানা অনিয়মের অভিযোগ ওঠে হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে। এজন্য আগামী হজ থেকে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। এ ছাড়া চলতি মাসের শেষের দিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), বিমান মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, গণমাধ্যম প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে একটি ওয়ার্কশপের আয়োজন করবে ধর্ম মন্ত্রণালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজযাত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ