Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মক্কায় আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ১১:২২ এএম
হজ পালন শেষে দেশে ফেরার অপেক্ষায় থাকা আরেকজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে সর্বমোট ১০৬ জন হজযাত্রী মারা গেলেন। তাদের মধ্যে পুরুষ ৯০ জন ও নারী ১৬ জন। এদের মধ্যে মক্কায় ৯৫ জন, মদিনায় ১০ জন ও জেদ্দায় ১ জন মারা যান।
গতকাল রোববার পবিত্র মক্কা আল-মুকাররমায় মো. কবির আহমেদ (৪৯) নামে ওই হাজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত কবির আহমেদের পাসপোর্ট নম্বর বিওয়াই-০৫৭০০৯৮। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। গত ২৫ জুলাই বেসরকারি খাজা এয়ার মিডিয়া সার্ভিসেসের এজেন্সির মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৩৫৭ ফ্লাইটে সৌদি আরব যান তিনি।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যান। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হাজিদের দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।

 

 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজযাত্রী

১৮ জানুয়ারি, ২০১৯
১৭ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ