Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

হজযাত্রী বিমান ভাড়া নির্ধারণ সম্ভব হয়নি

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিমান ভাড়ার প্রস্তাব ১৬৩৩ ডলার : দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রোববার হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় সভায় হজযাত্রীদের বিমান ভাড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি। বিমান ভাড়ার যৌতিক চূড়ান্ত প্রস্তাব না পাওয়ায় জাতীয় হজ ও ওমরাহ নীতি’র (১৪৩৯ হিজরী -২০১৮) প্রস্তাবনার ফাইল মন্ত্রি পরিষদে অনুমোদনের জন্য আরো এক সপ্তাহ পিছিয়ে গেলো। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা এ অভিমত ব্যক্ত করেছেন। বিমানের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব) এনামুল বারীকে আহবায়ক করে যাচাই বাছাই করে সহনীয় পর্যায়ে হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণের জন্য ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি সাত কর্ম দিবসের মধ্যে হজযাত্রীদের বিমান ভাড়ার প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামালের কাছে পেশ করবে। হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের চেয়ে এবার প্রায় ১৩ হাজার টাকা বেশি নির্ধারণের প্রস্তাব করায় গতকাল ভাড়া নির্ধারণ আরো এক সপ্তাহ পিছিয়ে গেছে। গত বছর হজযাত্রীদের বিমান ভাড়া জনপ্রতি ছিল ১৪শ’ ৭৫ মার্কিন ডলার। বিমানের এমডি মোসাদ্দেক আহমদের অনুপস্থিতিতে সভায় বিমানের পক্ষ থেকে চলতি বছরে হজযাত্রীদের বিমান ভাড়া জনপ্রতি ১৬শ’ ৩৩ মার্কিন ডলার এজেন্ট কমিশনসহ প্রস্তাব করা হয়। এতে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আনিছুর রহমান, হাবের মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম গত বছরের চেয়ে বেশি হজযাত্রীদের বিমান ভাড়ার প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানান। ধর্ম মন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমানও হজযাত্রীদের বিমান ভাড়া বৃদ্ধির প্রস্তাবে ক্ষুদ্ধ হন। ধর্ম মন্ত্রী হজযাত্রীদের বিমান ভাড়া সহনীয় পর্যায়ে নির্ধারণের উপরগুরুত্বারোপ করেন। ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান বলেছেন, আল্লাহ’র মেহমান হজযাত্রীদের বিমান ভাড়া সহনীয় পর্যায়ে নির্ধারণ করতে হবে। বিমান ভাড়া বৃদ্ধি করে হজযাত্রীদের উপর কোনো বাড়তি চাপ সৃষ্টি করা যাবে না। সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার কার্যক্রমকে সকলের সহযোগিতায় এগিয়ে নিয়ে যেতে হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, অতিরিক্ত সচিব এ এইচ এম জিয়াউল হক, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব (হজ) মো: হাফিজ উদ্দিন, হাবের সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী , হাব মহাসচিব মো: শাহাদাত হোসাইন তসলিম, বিমানের পরিচালক বিক্রয় ও বিপনন, বিমানের জি এম আশরাফুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ে উপ-সচিব (হজ) মো: শরাফত জামান, ধর্মমন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম শফিক ও সিনিয়র সহকারী সচিব (হজ) মনিরুজ্জামান।
সভায় সভাপতিত্বের বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শাহজাহান কামাল বলেছেন, আগামী হজ মৌসুমে বিমান অর্ধেক হজযাত্রীকে নির্বিঘেœ পরিবহনে সর্বাতœক প্রচেষ্টা চালাবে। সকলের সম্মিলিত সহযোগিতায় কোনো প্রকার ভোগান্তি ছাড়াই হজযাত্রী পরিবহনের কার্যক্রমকে সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। হাব মহাসচিব তসলিম রাতে বলেন, ভারতের কলিকাতা থেকে হজযাত্রীদের বিমান ভাড়া মাত্র ৬২ হাজার রুপী। সেখানে বাংলাদেশ থেকে হজযাত্রীদের বিমান ভাড়া এতো বেশি তা’ কোনো মতেই মেনে নেয়া যায় না। হাব মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাজীগণের ব্যাপারে অত্যান্ত সজাগ। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডেকে নিয়ে হাজীদের বিমান ভাড়া না বাড়ানোর জন্য নিদের্শ দিয়েছেন। হাব মহাসচিব চলতি বছর হজযাত্রীদের বিমান ভাড়া গত বছরের সমপরিমান বিমান ভাড়া বহাল রাখার জোর দাবী জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজযাত্রী

১৮ জানুয়ারি, ২০১৯
১৭ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ