Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিলম্বে সড়ক ও পরিবহন সেক্টর নিরাপদ করতে হবে -ঢাকা উত্তর সম্মেলনে পীর সাহেব চরমোনাই

মাসউদ সভাপতি আরিফুল সেক্রেটারি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৯, ১২:০৫ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ঘুষ, দুর্নীতি ও অনৈতিকতার কারণে সড়কসহ সর্বত্র অনিরাপদ হয়ে উঠছে। মহাসড়কসহ শহরগুলোর সড়কে যেভাবে মানুষের প্রাণ ঝরছে, তাতে মনে হয় এদেশে মানুষের কোন মূল্যই নেই। আর কত আবরারের প্রাণ ঝরলে সরকারের হুঁশ হবে? নিরাপদ সড়কের দাবিতে এতো বক্তব্য, বিশেষ করে গত বছর আমাদের কোমলমতি ছাত্ররা যে আন্দোলন করেছে তাতে দেশ অচল হয়ে গিয়েছিল। সর্বমহল এ আন্দোলনের সাথে ঐক্যমত্যও পোষণ করেছিল। সরকার বলেছিল, নিরাপদ সড়কের দাবিসমূহ বাস্তবায়ন করা হবে। সে আশ্বাসে শিক্ষার্থীরা ঘরে ফিরে গেল। কোন পরিবর্তন আসলো না। এভাবে একটা দেশ চলতে পারে না। জনগণের প্রশ্ন নিরাপদ সড়কের দাবি বাস্তবায়নে সরকারের বাধা কোথায়? সড়ক ও পরিবহন সেক্টরের দুর্নীতির কারণেই নিরাপদ সড়কের দাবি বাস্তবায়নে সরকার চরম ব্যর্থ হয়েছে। পীর সাহেব বলেন, আন্দোলন হলে দু‘চার দিন একটু ভালো চলে, আবার যেই সেই। নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে হলে পরিবহন খাতের সকল দুর্নীতি বন্ধ করতে হবে। অন্যথায় সড়ক নিরাপদ হবে না। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আয়োজনে নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন, মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা খলিলুর রহমান, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব হারুন অর রশিদ, মুফতী মাছউদুর রহমান, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, অধ্যাপক নাছির উদ্দিন প্রমুখ। সম্মেলন শেষে প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদকে সভাপতি ও মাওলানা আরিফুল ইসলামকে সেক্রেটারী করে ঢাকা মহানগর উত্তরের ২০১৯-২০ ইং সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।
জাতীয় যুব কনভেনশন আজ
ইসলামী যুব আন্দোলনের ২য় জাতীয় কনভেনশন আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেবচরমোনাই। সভাপতিত্ব করবেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান। এতে এছাড়াও জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব চরমোনাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ