Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফ বিএনপি সম্পাদক আব্দুল্লাহ সহ তিন বিএনপি নেতা কারাগারে

বিশেষ সংবাদদাতা কক্সবাজার | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৯, ১:৩৮ পিএম
সাবেক এমপি বদির গাড়ি লক্ষ্য করে কথিত গুলি বর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার (১৮ মার্চ) দুপুরে টেকনাফ থানার জি.আর মামলা নং-৭৬১/১৮-এ আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জেরিন সুলতানা আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অপর দুই জন হলেন, সালাহ উদ্দিন ও রুহুল আমিন। সম্পর্কে তারা বিএনপি নেতা আব্দুল্লাহর শ্যালক।
আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুল মন্নান ও আমির হোসেন এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
২০১৮ সালের ৩০ নভেম্বর রাতে টেকনাফের হোয়াইক্ষ্যং কানজরপাড়ায় উখিয়া-টেকনাফের তৎকালীন এমপি আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে কথিত
গুলিবর্ষণ ও ভাংচুরের অভিযোগে টেকনাফ থানায় জিআর মামলা নং-৭৬১/১৮ দায়ের করেন গাড়ি চালক খোরশেদ আলম। যদিওবা ওই ঘটনাটি সম্পূর্ণ সাজানো বলে সর্বত্র চাউর ছিল এবং এনপির পক্ষ থেকেও দাবি করা হয়েছিল ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ