Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

১৫০ জিহাদির আত্মসমর্পণ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) শেষ গ্রামটিতে তুমুল লড়াইয়ের পর প্রায় ১৫০ যোদ্ধা আত্মসমর্পণ করেছে। তবে এখনো সেখানে রয়ে গেছে আরো যোদ্ধা। তাদের সংখ্যা কত তা জানা নেই। যুক্তরাষ্ট্র-সমর্থিত বাহিনী ‘দ্য সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এসডিএফ) এর এক সামরিক কর্মকর্তা সোমবার একথা বলেছেন। তিনি জানান, এদিন সকালে বাঘুজের দিকে ট্রাকের বহর যেতে দেখা গেছে এবং ৩৫০ জন বেসামরিক নাগরিকসহ ১৫০ জিহাদি এলাকা ছেড়ে চলে গেছে। এর আগে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ ১৫০ জন জিহাদির আত্মসমর্পণ করে এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা জানিয়েছিল। এসডিএফ সে খবরটিই নিশ্চিত করল। এসডিএফ গত বৃহস্পতিবার বাঘুজে আইএস জঙ্গি নির্মূলে চূড়ান্ত অভিযান শুরু করেছে। বাঘুজে রয়ে যাওয়া শত শত আইএস যোদ্ধাকে হটাতেই চলছে এ অভিযানে। এলাকাটিতে আইএস পরাজয়ের মুখে থাকলেও পশ্চিমের কয়েকটি প্রত্যন্ত এলাকায় এখনো তাদের দখল আছে। তাছাড়া, দখল হাতছাড়া হওয়া কয়েকটি এলাকায় আইএস এসডিএফ এর বিরুদ্ধে গাড়িবোমা এবং গেরিলা হামলার মধ্য দিয়ে প্রতিরোধের শেষ চেষ্টা চালাচ্ছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিহাদি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ