Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিহাদিদের মোকাবেলায় সামরিক বাহিনীর সামর্থ্য বাড়াবে সেনেগাল

প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সেনেগাল নিরাপত্তা হুমকির মুখে তার সামরিক সামর্থ্য আরও বাড়াবে। তিন সপ্তাহব্যাপী আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সৈন্যদের যৌথ সামরিক মহড়ার সমাপণী অনুষ্ঠানে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল এ কথা বলেন। সোমবার তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে জিহাদিদের হামলা ঠেকাতে সামরিক বাহিনীতে আরও লোকবল ও সরঞ্জাম বাড়ানো হবে। পশ্চিম আফ্রিকার এই দেশটি এখনো বুরকিনা ফাসো, মালি এবং সম্প্রতি আইভরিকোস্টের মতো ভয়াবহ হামলার শিকার হয়নি। ওই দেশগুলোতে আল-কায়েদা সংশ্লিষ্ট গ্রুপগুলোর হামলায় এ পর্যন্ত বহু লোক নিহত হয়েছে। সোমবার ফ্রান্সের কাছ থেকে সেনেগালের ৫৬তম বার্ষিকীতে ভাষণদান কালে সল বলেন, নতুন এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমি আমাদের সামরিক বাহিনীতে আরও লোকবল ও সামরিক সরঞ্জাম বৃদ্ধি করতে চাই। আমরা এখন হুমকির মুখে আছি। তবে তিনি কি পরিমাণ লোকবল ও সরঞ্জাম বাড়াবেন, তা উল্লেখ করেননি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিহাদিদের মোকাবেলায় সামরিক বাহিনীর সামর্থ্য বাড়াবে সেনেগাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ