Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়া ও ইরাকের বেশির ভাগ জিহাদি ইউরোপের

প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়া এবং ইরাকে লড়াইয়ে জিহাদিদের বেশির ভাগই গেছে ইউরোপীয় ইউনিয়নের চার দেশ থেকে। হেগের ইন্টারন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেররিজম নামের একটি সংস্থার সমীক্ষায় এ তথ্য ওঠে এসেছে। গত শুক্রবার প্রকাশিত এ সমীক্ষায় বলা হয়েছে, বেলজিয়াম, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি থেকে সবচেয়ে বেশি যোদ্ধা গেছে সিরিয়া এবং ইরাকে। সমীক্ষায় এ চার দেশ থেকে যাওয়া জিহাদিদের সংখ্যা ২,৮৩৮ জন বলেও উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, এ দুই আরব দেশে মোট ৪,২৯৪ বিদেশি জিহাদি রয়েছে । গত কয়েক বছরে এদের মধ্যে অর্ধেকের বেশিই গেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে।
এ ছাড়া, এদের মধ্যে সবচেয়ে বেশি জিহাদি গেছে বেলজিয়াম থেকে। গ্রিস এবং হাংগেরি থেকে এ বিষয়ে কোনো তথ্য উপাত্ত পাওয়া যায়নি। অবশ্য সবচেয়ে কম জিহাদি গেছে পূর্ব ইউরোপীয় দেশগুলো থেকে সমীক্ষায় বলা হয়েছে। ২৬ দেশের সরবরাহ করা তথ্য-উপাত্তের ভিত্তিতে স্বতন্ত্র থিং ট্যাং এ সমীক্ষা চালায়। এতে আরো বলা হয়, ইউরোপীয় জিহাদিদের ৩০ শতাংশই ফিরে গিয়েছে। আর ১৪ শতাংশ যুদ্ধে মারা গেছে। যে সব যোদ্ধা ইরাক ও সিরিয়ায় গেছে তাদের মধ্যে ১৭ শতাংশই নারী ছিল বলেও এতে উল্লেখ করা হয়। এ ছাড়া, এ সব সন্ত্রাসীদের মধ্যে ২৩ শতাংশই ছিল নতুন ইসলাম গ্রহণকারী। আর, জিহাদিদের বেশি ভাগই গেছে ইউরোপীয় নগর বা নগরের উপকণ্ঠগুলো থেকে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া ও ইরাকের বেশির ভাগ জিহাদি ইউরোপের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ