মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের মুসলিম নেতারা দেশজুড়ে মূলধারার ইসলাম প্রচার এবং তরুণ মুসলিমদের মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন। মুসলিম ধর্মের নেতারা জার্নাল দ্যু ডিমশ (জেডিডি) পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ আহ্বান জানান। ফ্রান্সের ৪১ জন প্রখ্যাত মুসলিম নেতা জেডিডি’তে এক যৌথ বিবৃতিতে বলেন, আমাদেরকে এখন অবশ্যই কথা বলতে হবে। কারণ, ইসলাম এখন পাবলিক ইস্যুতে পরিণত হয়েছে এবং বর্তমান পরিস্থিতি অগ্রহণযোগ্য। একই পত্রিকায় প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেন, ফ্রান্স ইসলামের উপর যে কোনো ধরনের কর্তৃত্বসুলভ আচরণ অবশ্যই এড়িয়ে চলবে। যদিও ফ্রান্সে ইসলামের এখন জরুরি ভিত্তিতে সাহায্য প্রয়োজন, যাতে ধর্মটি ভেতরে ভেতরে নষ্ট হয়ে যাওয়া থেকে পরিত্রাণ পেতে পারে। এ জন্য ফ্রান্সের ইসলামের সঙ্গে একটি বাস্তব সন্ধি স্থাপন আমাদের দায়িত্ব। এক্ষেত্রে ফ্রেঞ্চ-মুসলিম ফাউন্ডেশন মূল ভূমিকা পালন করবে। তিনি ২০০৫ সালে প্রতিষ্ঠিত ফ্রেঞ্চ-মুসলিম ফাউন্ডেশন পুনরায় চালু করা হবে বলেও ঘোষণা দেন। তবে ফাউন্ডেশনের ভূমিকা কি হবে এবং মসজিদগুলোর সঙ্গে কীভাবে যোগাযোগ বজায় রাখা যাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ভালস।
সম্প্রতি ফ্রান্সজুড়ে ইসলামপন্থী জঙ্গিদের হামলা বিশ্বকে হতবাক করেছে। এই নেতাদের মধ্যে সরকারের সাবেক উপদেষ্টা, উদ্যোক্তা, আইনজীবী, বিজ্ঞানী ও শিক্ষকরা রয়েছেন। তারা তরুণদের মৌলবাদী ইসলামের বিরুদ্ধে সাংস্কৃতিক যুদ্ধ ঘোষণার আহ্বান জানান। মসজিদগুলোর তহবিলে স্বচ্ছতা, ইমামদের সঠিক প্রশিক্ষণ ও বেতনের ব্যবস্থা এবং তাত্ত্বিক ইসলাম নিয়ে কাজ করার পরামর্শও দেন তারা। ২০০৪ সালে ফ্রান্স সরকার দেশটির ইমামদের জন্য ফরাসি ভাষা জানা বাধ্যতামূলক করেছিল। সেইসঙ্গে তাদের শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর কথাও বলেছিল। সরকারের যুক্তি ছিল, ফ্রান্সের ইমামদের বেশিরভাগই বিদেশি। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে ফ্রান্সের মুসলিমদের সরকারকে সাহায্য করার আহ্বান জানান ভালস। নতুন পরিস্থিতি তাদের বিপক্ষে চলে যাবে বলে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যারা ফ্রান্সের স্বাধীনতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তাদের বিরুদ্ধে লড়াইয়ে যদি ইসলাম সরকারকে সাহায্য না করে তবে সরকারের পক্ষে ইসলামধর্মের অনুসারীদের স্বাধীনতা নিশ্চিত করা কঠিন হয়ে যাবে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।