Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মালিতে সামরিক ঘাঁটির কাছ থেকে সিনিয়র জিহাদি গ্রেফতার

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মালির বিশেষ বাহিনী গত মঙ্গলবার আনসার আল দ্বীন সংগঠনের একজন সিনিয়র জিহাদিকে গ্রেফতার করেছে। দেশটির মধ্যাঞ্চলের একটি সামরিক ঘাঁটির কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি একটি সামরিক ঘাঁটিতে হামলার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত। ওই হামলায় ১৭ সৈন্য প্রাণ হারিয়েছে। এক গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থাকে বলেন, স্থানীয় সময় বিকেল ৪টায় আমাদের বিশেষ বাহিনীর সদস্যরা সংগঠনটির মালির মধ্যাঞ্চলীয় শাখার শীর্ষ নেতা মাহমুদ বারী ওরফে আবু ইয়াহিয়াকে গ্রেফতার করেছে। অন্যান্য নিরাপত্তা সূত্রগুলো এই গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছে। বারী আনসার দ্বীনের মাচিনা কম্প্যাট ইউনিটের আমীর ছিলেন। গত বছর থেকে তিনি মালির নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বেশ কয়েকটি হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গত সপ্তাহে মৌরিতানিয়া সীমান্তবর্তী নাম্পালা সামরিক ঘাঁটিতে যে হামলা চালানো হয় তার সঙ্গে বারীর সম্পৃক্ততা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। ওই ঘটনায় ১৭ সৈন্য নিহত ও ৩৫ জন আহত হয়। সেগৌয়ের মধ্যাঞ্চল ডোগোফরি ও নাম্পালার সামরিক ঘাঁটির মধ্যবর্তী স্থান থেকে বারীকে আটক করা হয়। গোয়েন্দা কর্মকর্তারা জানান, বারীকে রাজধানী বামাকোয় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালিতে সামরিক ঘাঁটির কাছ থেকে সিনিয়র জিহাদি গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ