Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিহাদি বইসহ জেএমবি’র নারী সদস্য আটক

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদি বইসহ তহুরা ইসলাম চৌধুরী (১৮) নামে এক তরুণীকে আটক করেছে র‌্যাব। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরশহরের কান্দিপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক তহুরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মোজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যারা জঙ্গিবাদমূলক কর্মকান্ডে সক্রিয় আমরা তাদের একটি তালিকা তৈরি করেছি। সেই তালিকায় তহুরার নামও রয়েছে। জেএমবি’র সারোয়ার-তামিম গ্রæপের একজন সক্রিয় সদস্য এবং ফেসবুকে জঙ্গিবাদে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট লাইক-শেয়ার করতেন। সে হবিগঞ্জ জেলাল শায়েস্তাগঞ্জের মাওলানা মইনুল ইসলাম চৌধুরীর মেয়ে। তিনি আরও বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই তাকে পর্যবেক্ষণ করছিলাম। পরে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়াস্থ তহুরার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে বেশ কিছু জিহাদি বইও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিহাদি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ